০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সুপার কম্পিউটার তৈরি করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সুপার কম্পিউটার তৈরি করল মেটা - ছবি : সংগৃহীত

‘বিশ্বের দ্রুততম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন সুপার কম্পিউটার’ তৈরি করেছে মার্ক জুকারবার্গের সংস্থা মেটা। গত দু’বছরের চেষ্টায় অবশেষে সাফল্য পেল তারা।

২০২০ সালে জাপানের সুপার কম্পিউটার ‘ফুগাকু’ তকমা পেয়েছিল ‘বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটার’-এর। এবার তাকে ছাপিয়ে যেতে চলেছে মেটা।

জুকারবার্গের সংস্থার তৈরি নতুন এআই সুপার কম্পিউটারের নাম দেয়া হয়েছে ‘এআই রিসার্চ সুপারক্লাস্টার’। সংক্ষেপে একে আরএসসি নামে ডাকছে মেটা।

২০২২ সালের জানুয়ারি মাসে ফেসবুকে বিশ্বের দ্রুততম এআই সুপার কম্পিউটার নির্মাণের ঘোষণা করেছিলেন জুকারবার্গ। জানিয়েছিলেন, দ্রুত শেষ হবে কাজ।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছিল, আরএসসি তাদের ‘নিউরাল নেটওয়ার্ক’ শক্তিশালী করতে সাহায্য করবে। এর মাধ্যমে ‘রিয়েল-টাইম ভয়েস’ অনুবাদ করা যাবে সহজেই।

‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর’ জিপিটি-৩-এ আছে সাড়ে ১৭ হাজার কোটিন প্যারামিটারের ‘নিউরাল নেটওয়ার্ক’। আরএসসি এক্ষেত্রে লক্ষ কোটি প্যারামিটারের।

‘মেটাভার্স’ (ত্রিমাত্রিক ভার্চুয়াল দুনিয়া) প্রতিষ্ঠার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ‘সুপার কম্পিউটার’ আরএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানা গেছে।

‘ইউনিভার্স’-এর সমান্তরাল দুনিয়া ‘মেটাভার্স’ গড়তে চায় জুকারবার্গের সংস্থা। তাদের দাবি, একে কেন্দ্র করে বদলে যাবে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের অর্থনৈতিক চেহারা।

আগামী দিনে বিনোদন জগৎ থেকে শুরু করে ব্যবসায়িক আদানপ্রদান, সবই ‘মেটাভার্স’-এর মাধ্যমে হবে বলে মনে করে মেটা। আর সেখানে প্রধান ভূমিকা নেবে আরএসসি।

২০২০ সালে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের তকমা পেয়েছিল ‘ফুগাকু’। সেটি তৈরি করেছিল জাপানের দুই সংস্থা ফুজিৎসু এবং রিকেন। ‘ফুগাকু’-তে রয়েছে দেড় লাখের বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রসেসিং ইউনিট। কিন্তু জুকারবার্গের সংস্থার তৈরি আরএসসি এক্ষেত্রে আরো অনেক এগিয়ে।

ফুগাকুর আগে যুক্তরাষ্ট্রের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির তৈরি ‘সামিট’ ছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার। এখন সেটি রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন রেডি টু কুক ফিশ বাজারজাতকরণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ ১৭ ভরি স্বর্ণসহ আঙ্গুল কাটা গ্রুপের ৩ সদস্য গ্রেফতার একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট জাওয়াদের মা প্রাণ বাঁচাতে রাফাহ ছেড়ে চলে গেছে ৮০ হাজার মানুষ সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট আন্তঃবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার বিনিয়োগ প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোরে ১৫ মে থেকে আম ও ২০ মে থেকে লিচু আহরণ ‘ইউএস ট্রেড শো-২০২৪’ এ অংশগ্রহণ করেছে হারল্যান পাকুন্দিয়ায় ভোট পুনঃগণনার দাবি এক চেয়ারম্যান প্রার্থীর

সকল