প্রজেক্ট শোকেইসিংয়ে বাউয়েট চ্যাম্পিয়ন
- ২৯ মে ২০২৩, ০১:০৮
গত ২৬ মে শুক্রবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্স সোসাইটি (এএসএসআর) কর্তৃক আয়োজিত অরৌরা ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল-২০২৩ এর প্রজেক্ট শোকেইসিংয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাউয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রজেক্ট শোকেইসিং এ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সিএসই ১০তম ব্যাচের খন্দকার ফিরোজ মাহমুদ, আইসিই ১১তম ব্যাচের মাসুম বিল্লাহ এবং সিএসই ১৬তম ব্যাচের মহুয়া পারভীন নিয়ে গঠিত টিম ক্রিপি কোডারের পেন প্রিন্টার প্রজেক্ট চ্যাম্পিয়ান হয়। এছাড়া ইইই বিভাগের মো: মাশরুল ইসলাম থ্রি ডি প্রিন্টার প্রজেক্টে সেকেন্ড রানার আপ হয়।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসিই অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. শহীদ-উজ-জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: নজরুল ইসলাম মণ্ডল, এএসএসআরের উপদেষ্টা এবং সিএসই বিভাগের প্রভাষক আজমাইন ইয়াক্কীন সৃজন এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও এএসএসআরের পরামর্শক মো: নাজমুল শরিফ। এ ছাড়া উপস্থিত ছিলেন এএসএসআরের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ এএসএসআরের সকল সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল মো: মোস্তফা কামাল (অব:) বিজয়ীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা