৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


স্বপ্ন-এর এক্সপোর্ট শুরু

-

দেশের রিটেইল চেইন সুপার শপ ‘স্বপ্ন’ এবার দেশের বাইরে এক্সপোর্ট যাত্রা শুরু করেছে। গত ৩১ মার্চ স্বপ্ন এক্সপোর্ট যাত্রা শুরু করে। ‘স্বপ্ন’ প্রথম কনসাইটমেন্টে পটোল, ঢেঁড়শ, কাঁচা আম, আলু, করলাসহ ২৬ ধরনের সবজি ও ফল হংকংয়ে এক্সপোর্ট করে। গত রোববার ১৫ মে স্বপ্ন দ্বিতীয় এক্সপোর্টটি করে। এর মধ্যে স্বপ্ন-এর গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউও আছে।
স্বপ্ন-এর এক্সপোর্ট ইনিশিয়েটিভের অ্যাডভাইজার ও টিম লিডার সাইফুল আলম বলেন, গত ৩১ মার্চ স্বপ্ন এক্সপোর্ট শুরু করে। গত রোববার যে এক্সপোর্ট হংকং মার্কেটে করা হয় তার মধ্যে স্বপ্ন-এর গ্লোবাল গ্যাপ সার্টিফাইড লাউ রয়েছে। এ ছাড়া সাতক্ষীরার ১০০ কেজি আম পাঠানো হয়। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া আমের এক্সপোর্টে সহযোগিতা করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার রিটেইল ক্যাটাগরিতে স্বপ্ন প্রথম ও একমাত্র গ্লোবাল গ্যাপের মেম্বার। স্বপ্নের গ্লোবাল গ্যাপ উদ্যোগে ইউএসএআইডি বিশেষ সহযোগিতা করেছে। এখন থেকে আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সাত ধরনের পণ্য ‘স্বপ্ন’ রফতানি করতে পারবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement