২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মুন্সীগঞ্জের বালিগাঁও বাজারে আল-আরাফাহ্ ব্যাংকের ১৮৬তম শাখা

-


মুন্সীগঞ্জের বালিগাঁও বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আলহাজ মো: হারুন-অর-রশীদ খান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মো: শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো: মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, মো: মুজিবুল কাদের, আখতার কামাল, এআইবিটিআরআই এর ডিরেক্টর জেনারেল মো: আব্দুল আউয়াল সরকার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনাল হেড মো: মনির আহমেদসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার বিপুলসংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক আলহাজ মো: হারুন-অর-রশীদ খান বলেন, মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরিয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement