২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রংপুরে শিশু চুমকি ধর্ষণ ও হত্যায় রিয়াদের মৃত্যুদণ্ড : গৃহকর্মী খালাস

-

রংপুরের পীরগঞ্জের রামনাথপুরের চাঞ্চল্যকর প্রথম শ্রেণীর ছাত্রী তানজিলা ইয়াসমিন চুমকিকে ধর্ষণের পর হত্যা করে লাশ খাটের নিচে পুঁতে রাখার মামলায় অভিযুক্ত যুবক রিয়াদ প্রধানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অপর আসামি ধলি বেগমকে খালাসের আদেশ দেয়া হয়েছে। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩-এর বিচারক মোস্তফা পাভেল রায়হান গতকাল দুপুরে ডিজিটাল পদ্ধতিতে এই আদেশ দেন।
মামলা ও রায় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৪ জুন বিকেলে তানজিলা ইয়াসমিন চুমকি নিজ বাড়ির সামনে খেলা করার সময় পূর্ব দুয়ারী ঘরে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে রিয়াদ লাশ সিমেন্টের বস্তায় ভরে খাটের নিচের মেঝের মাটি খুঁড়ে পুঁতে রাখে। ধর্ষণ এবং লাশ পুঁতে রাখার প্রক্রিয়ায় রিয়াদকে সহযোগিতা করে তার বাড়ির কাজের মেয়ে ধলি বেগম ওরফে ধলি মাই। ঘটনার ৪ দিন পর ১৭ জুন রিয়াদকে গ্রেফতার করা হলে তার দেখানো মতে খাটের নিচের মাটি খুঁড়ে চুমকির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চুমকির বাবা শাহজাহান আলী পীরগঞ্জ থানায় বাদি হয়ে মামলা করেন (নং ১৮)। ২০১৬ সালের ১২ ডিসেম্বর পুলিশ আদালতে চার্জশিট দেয় এবং আদালত ২০১৭ সালেল ৩০ নভেম্বর চার্জ গঠন করেন।
দীর্ঘ চার বছর ১৯ জন সাক্ষীর শুনানি শেষে আদালত গতকাল রায় প্রদান করেন। রায়ে রিয়াদ প্রধানকে মৃত্যুদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা এবং ধলি বেগমকে খালাস প্রদান করা হয়।
এ দিকে রিয়াদের ফাঁসি দ্রুত কার্যকর এবং ধলি মাইয়ের বিষয়ে আপিল করার কথা জানিয়েছেন চুমকির বাবা ও মা। পিপি ও বাদির আইনজীবী বলেছেন তারা রায়ে সন্তুষ্ট।
বাদিপক্ষের নিযুক্ত আইনজীবী কাওছার আলী জানান, আমরা সন্দেহাতীতভাবে রিয়াদের বিষয়ে আদালতে প্রমাণ করতে পেরেছি। বিজ্ঞ আদালত রিয়াদের ফাঁসির আদেশ দিয়েছেন। এতে আমরা সন্তুষ্ট। আমরা চাই রায় দ্রুত কার্যকর করা হোকে। এ ছাড়া ধলি বেগমের বিষয়ে আমরা আপিল করব। এ ছাড়াও এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তাজিবুর রহমান লাইজ্।ু
অন্য দিকে, চুমকির পিতা শাহজাহান আলী জানিয়েছেন, রিয়াদের ফাঁসির শুধু আদেশ হলো। আমরা চাই দ্রুত তার ফাঁসি হোক। আর এ ঘটনায় ধলি মাই জড়িত ছিল। তাকে কেন শাস্তি দেযা হলো না বিষয়টি নিয়ে আমরা আপিল করব।

 


আরো সংবাদ



premium cement
কলকাতার রাস্তায় চাকরি হারানো শিক্ষকরা শিল্পী-সাংবাদিক দ্বন্দ্ব নিয়ে এলো চূড়ান্ত সিদ্ধান্ত যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম

সকল