২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


হরিরামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলো বসুন্ধরা গ্রুপ

-

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মার চরাঞ্চল লেছড়াগঞ্জ, সুতালড়ী ও আজিমনগর ইউনিয়নে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
তিনটি ইউনিয়নে মোট ৩০০ পরিবারকে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হয়। এ সময় প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আটা এবং এক কেজি করে মসুর ডাল বিতরণ করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে প্রায় এক হাজার ৩০০ পরিবার এবং জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে জেলায় এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার পরিবার বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেনÑ হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো: বিল্লাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মানিকুজ্জামান, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, বসুন্ধরা গ্রুপ যেকোনো দুর্যোগেই অসহায়দের পাশে এগিয়ে আসে। করোনা মহামারীর সময়ে কর্মহীনদের মধ্যে খাদ্যসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে। বন্যার প্রথম থেকে একইভাবে সহযোগিতা করে আসছে। আগামীতেও সহায়তার আশ্বাস দিয়েছে জানিয়ে তিনি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।
মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তার বিষয়টির সার্বিক তত্ত্বাবধানে থাকা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হয়ে স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা কর্মসূচি চলবে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে একই ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement