২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মানসম্পন্ন চিকিৎসক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজন

-

গতকাল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্যোগে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুমোদিত ইনস্টিটিউট অব হেলথ কেয়ার ডেভেলপমেন্টের ব্যবস্থাপনায় বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) বিষয়ক ইন্টার্ন ডাক্তারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: ইসমাঈল খান জানান মানসম্পন্ন চিকিৎসক তৈরিতে বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজন। সিআইএমসিএইচের পরিচালক ডা: স ম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্বদ্যিালয়ের সাবেক মেডিসিন ফ্যাকাল্টির ডিন এবং সিআইএমসির অধ্যক্ষ অধ্যাপক মো: আমির হোসেন, সিআইডিসির অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুসলিম উদ্দীন ও ট্রাস্টের সদস্য মোহাম্মদ নুরুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা: কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভিসি আরো বলেনÑ একজন চিকিৎসক যিনি হন মানুষের জন্য একজন ত্রাতার মতো, যার ঐকান্তিক চেষ্টার ফলে একজন মৃত্যুপথযাত্রী মানুষকে বাঁচিয়ে তুলতে পারে, হাসি ফুটাতে পারে একটি পরিবারের মাঝে। তাই তার জন্য প্রয়োজন মৌলিক মানসম্পন্ন প্রশিক্ষণ। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে কোর্স সম্পন্নকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement