২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সরাইলে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

- ছবি : ফাইল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে লাল খাঁ (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিকচ্ছনাথ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

লাল খাঁ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে।

গ্রেফতার জসিম মিয়া (৩৭) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন নরসিংসার এলাকার নুর মিয়ার ছেলে এবং আল আমিন (৩৫) বিজয়নগর থানাধীন সেজামুড়া এলাকার সফিক মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, পাওনা টাকা চাইতে লাল খাঁ বিকেলে তার বন্ধু আল আমিনের কাছে গিয়েছিলেন। তখন টাকা না দিয়ে আল আমিন রাত সাড়ে ১০টার দিকে কালিক্চ্ছ নাথ পাড়ায় এলাকায় যেতে বলে। পরে রাতে সেখানে লাল খাঁ গেলে এক পর্যায়ে টাকা নিয়ে আল আমিন ও তার সাথে থাকা জসিমের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আল আমিন ও জসিম মিলে লাল খাঁকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই লাল খাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে ছুরিসহ জসিমকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ আল আমিনকেও আটক করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত জসিম ও আল আমিন নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’


আরো সংবাদ



premium cement