আনোয়ারায় ইমামের রহস্যজনক মৃত্যু, আটক ২
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২২ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৫

চট্টগ্রামের আনোয়ারা উপকূলীয় এলাকায় মাওলানা মোহাম্মদ ইলিয়াস (৩৩) নামে সাবেক এক ইমামের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুই ভাই-বোনকে আটক করে পুলিশ। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত মাওলানা ইলিয়াস বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের আবদুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে রাতে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক মীর্জা মুহাম্মদ দৈনিক নয়া দিগন্তকে বলেন, প্রায় এক বছর পূর্বে নিহত মৌলানা মুহাম্মদ ইলিয়াছ রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় ইমাম থাকাকালীন ওই এলাকার বিবাহিত এক মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ায় মসজিদ থেকে পরিচালনা কমিটি তকে বহিষ্কার করেন এবং ওই মহিলাকেও তার স্বামী তালাক দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের দুই স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে। অন্যদিকে ওই মহিলারও দুটি সন্তান ছিল। এ ঘটনায় ওই মহিলা ও তার ভাইকে গ্রেফতার করা হয় এবং নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা