২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`

সীতাকুণ্ডে ২৭ মামলার আসামি সন্ত্রাসী মশিউর আটক

কাজী মশিউর রহমান - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৭ মামলার আসামি সাবেক আ’লীগ নেতা কাজী মশিউর রহমানকে (৬০) অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৭।

সোমবার ভোররাতে বায়েজিদ ফৌজদারহাট সড়কের একটি গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, তার বিরুদ্ধে সরকারি পাহাড় দখল, সেখানে অবৈধ প্লট তৈরী করে বিক্রি, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ চট্টগ্রাম শহর ও সীতাকুণ্ড থানায় ২৭টি মামলা রয়েছে।

জানা গেছে, মশিউর রহমান খুলনার ফুলতলা উপজেলার পাটগ্রামের মৃত কাজী হাসানের ছেলে। তিনি বর্তমানে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকার জাফরাবাদে বসবাস করছেন এবং সেখানে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে নগরীতে সকল ধরনের অপরাধের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সলিমপুর ইউপির ১নং ওয়ার্ড জঙ্গল সলিমপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক নিয়াজ মোহাম্মদ চপল তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ লিংক রোডের ৪ নং ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি এলজি, ১টি দুনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাবের ডিএডি জহিরুল ইসলাম জানান, সন্ত্রাসী মশিউরের বিরুদ্ধে সীতাকুণ্ডসহ নগরীর বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে। তাকে সীতাকুণ্ড মডেল থানায় অস্ত্র আইনে নতুন আর একটি মামলায় সোপর্দ করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কাজী মশিউর নামে একজন সন্ত্রাসীকে র‌্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
না’গঞ্জের আলোচিত ৭ খুন : এক দশক ধরে বিচারের অপেক্ষায় স্বজনরা ডেমরায় অছিম পরিবহনে আগুন : যুব ও ছাত্রদলের ৩ জন গ্রেফতার ‘ডা: জাফরুল্লাহকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে আলোচনা করা উচিত’ শেখ জামালের জন্মদিন আজ গুচ্ছের বিজ্ঞান বিভাগে সারা দেশে শিক্ষার্থীদের উপস্থিতি ৯০ শতাংশ প্রচণ্ড গরমে জবিতে অসুস্থ শিক্ষার্থী দিতে পারলেন না পরীক্ষা কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক চাপ নেই : ডিএমপি কমিশনার ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদন করতে হবে : প্রাণিসম্পদ মন্ত্রী বনানীতে মোটরসাইকেল টেনে হিঁচড়ে নেয়ার সময় বাসে আগুন

সকল