৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


হেফাজতের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে এমপি মোকতাদিরের মামলা

র আ ম উবায়দুল মোকতাদির। - ছবি : সংগৃহীত

‘মিথ্যাচারের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার’ অভিযোগে হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাজেদুর রহমান, সদস্য মোবারক উল্লাহসহ ১৯ জনের নাম উল্লেখ করে চট্টগ্রামে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এস কে এম তোফায়েল হাসানের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করা হয়। তবে আদেশ পরে দেয়া হবে বলে জানায় আদালত।

মামলায় ব্রাহ্মণবাড়িয়া ছাত্র অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু ( ২৫), জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার বোরহান উদ্দীন কাসেমী (৫০), দারুল আকরাম মাদরাসার মাওলানা আলী আজম (৫৪), মদিনা মসজিদের ইমাম মাওলানা এরশাদুল্লাহ, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার মওলানা জুনায়েদ কাসেমী (৪৫), জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার মাওলানা নোমান আল হাবিবী, মমিনুল হাসান তাজ (২৮), সোলেমান মোল্লা (৫৫), এনামুল হক (২৮), হাকিম মাওলানা (৫৫), মঞ্জুরুল হক (৪৫)সহ আরো ছয়জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো এক থেকে দেড় শ’ জনকে আসামি করা হয়েছে।

এ সময় এমপি উবায়দুল মোকতাদির বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিন ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত ইসলামের নেতা-কর্মীরা। সরকারি ৫৬টি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল খুঁচিয়ে খুঁচিয়ে ভাঙচুর করা হয়। সেইসাথে রেলস্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ ও সিভিল সার্জনের বাসভবনে হামলা ও ওস্তাদ আলাউদ্দীন খাঁর সঙ্গীতাঙ্গন পুরোপুরি পুড়িয়ে দেয়া হয়।

সেইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চালানো হয়। ২৫ মার্চ থেকেই ফেসবুকে নানা অপপ্রচার চালানো হয়। ঘটনার তিন দিন পর ৩১ মার্চ হেফাজতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নিজেরা বাঁচার জন্য আমার ওপর সকল দোষ চাপায়। সংবাদ সম্মেলনে যদিও কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না। মানুষের মনে ক্ষোভের সঞ্চার করার উদ্দেশে ইউটিউব-ফেসবুকে তা প্রচার করা হয়।

মিথ্যাচারের মাধ্যমে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় আজ দুপুরে সশরীরে উপস্থিত হয়ে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করি।’

সেইসাথে এতদিন পার হয়ে যাওয়ার পরেও সহিংসতাকারীদের ধরতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এমপি।

মামলায় হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাজেদুর রহমান, সদস্য মোবারক উল্লাহসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে বলে জানান বাদিপক্ষের আইনজীবী এইচ এম জিয়াউদ্দীন। এছাড়া অজ্ঞাতনামা আরো এক থেকে দেড় শ’ জনকে আসামি করা হয়। এ সময় পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়ার জন্যও আবেদন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামে হেফাজতের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement
বড় চমক ছাড়াই প্রস্তুত বাংলাদেশের বিশ্বকাপ দল দোয়ারাবাজারে কলেজছাত্রীকে ধর্ষণ করে হত্যা, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশের দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের পেকুয়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ২ প্রার্থী নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৮৫ দিন : শিক্ষামন্ত্রী মঙ্গলবার ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাড়ল জ্বালানি তেলের দাম, কার্যকর বুধবার বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী ‘ইসলামী সমাজ বিপ্লব ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়’ ইসরাইলে জার্মানির অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিতে আইসিজের অস্বীকৃতি

সকল