০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


দামুড়হুদায় আগাম শিমের আবাদ, ভালো ফলনের আশা কৃষকের

দামুড়হুদায় আগাম শিমের আবাদ, ভালো ফলনের আশা কৃষকের - নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শীতকালীন শিমের আবাদ বর্ষাকালে শুরু হয়েছে। আগাম শিমের আবাদ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে অনেক পরিবার। দিন বদলের পালায় চাঙ্গা হবে অসময়ে ঝুঁকি নিয়ে শিমের আবাদ করতে এগিয়ে আসা কৃষক পরিবারগুলো।

এ জনপদের কৃষকরা স্বাবলম্বী হতে সব সময় আগাম জাতের সব ধরনের সবজি আবাদ করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করে তুলছে। উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় গ্রামীণ অর্থনীতি চাঙ্গা রাখার জন্য অন্য ফসলের পাশাপশি সবজি আবাদে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। শ্রাবণ মাসের রোপণকৃত বীজে শ্রাবণে ফুল ফল দেখা দেয়ায় শিম চাষিরা এবার বাজার দর ভালো পেলে তাদের পরিশ্রম সার্থক হবে এমনটাই আশা করছে।

উপজেলার দেউলী গ্রামের জামাত বলেন, দামুড়হুদা-কার্পাসডাঙ্গা রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে রাস্তার পশ্চিমে পাশে দামুড়হুদার মাঠে দেখা মিলবে শিম ক্ষেত। ১২ কাঠা জমিতে শিমের আবাদ করে শিমের লতায় ও ফুলে মাচা বাতাসে দুলছে। প্রতিটি ডগায় ফুলে ভরে উঠেছে। ইতোমধ্যে শিম আসতে শুরু করেছে।সব ঠিক ঠাক থাকলে উৎপাদন শুরু হলে বাড়তি খরচ কমে যাবে। নিজের জমিতে সেচের ব্যবস্থা থাকায় চৈত্র মাস পর্যন্ত ফলন পাওয়া যাবে।

উপজেলা কৃষি কর্মকতা মো. মনিরুজাম্মান বলেন, এ জাতীয় আবাদ ঝুঁকিপূর্ণ হলেও অসময়ে এ আবাদ থেকে চাষিরা বাড়তি আয় করতে পারে। তবে এ সময় শিম আবাদে পোকা মাকড়, সাদা মাছি, শিম ছিদ্রকারি পোকা ক্ষেতে আক্রমণ করতে পারে। নিয়মিত পরিচর্যা ও নজর দারিতে রেখে বালাই নাশক স্প্রে করলে ফলন ভালো পাওয়া সম্ভব।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে নিখোঁজ পোশাকশ্রমিকের লাশ উদ্ধার চলচ্চিত্রে সমস্যা ও উত্তরণে গোলটেবিল বৈঠক হ্যাটট্রিক হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের নয়া দিগন্তে সংবাদ প্রকাশে বন্ধ হলো সেই বিলের মাটি কাটা বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি বাড়াতে আগ্রহী রাশিয়া উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ এমপি-মন্ত্রী-সচিবের আত্মীয় এগুলো দেখার প্রয়োজন নেই : ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব বগুড়ায় শজিমেক ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৩ স্বর্ণের দাম ভরিতে আরো কমলো ১৮৭৮ টাকা গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ

সকল