২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

৯ম শ্রেণির শিক্ষার্থী ৭ মাসের অন্তঃসত্ত্বা

- প্রতীকী ছবি

বরগুনার বামনা উপজেলার ২ নম্বর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নবম শ্রেণির এক শিক্ষার্থী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। স্থানীয় ইলিয়াছ নামের এক চায়ের দোকানদার এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইলিয়াছ উপজেলার আমতলী গ্রামের মো: আবু সালেহ হাওলাদের ছেলে। তার স্ত্রীসহ দুটি ছেলে আছে। ইলিয়াছের বড় ছেলে ৮ম শ্রেণিতে ও ছোট ছেলে শিশু শ্রেণিতে পড়ে।

স্থানীয় মহিলা মেম্বার খাদিজা বেগম জানান, ধর্ষণে অভিযুক্ত ইলিয়াছ আমার চাচাতো দেবরের ছেলে। মেয়েও আমার আত্মীয়। আমি মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা শুনেছি। ছেলে ও মেয়ে উভয়ের বাড়ি পাশাপাশি। মেয়ে নিজের মুখে স্বীকার করেছে ইলিয়াছ এ ঘটনাটি ঘটিয়েছে।

তিনি আরো বলেন, যেহেতু মেয়ে সাত মাসের বেশি অন্তঃসত্ত্বা স্থানীয়ভাবে মিলমিশ হওয়ার কোন সুযোগ নেই।

এ বিষয়ে বামনা থানার ওসি এসএম মাসুদুজ্জামান বলেন, থানায় এ ধরণের কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement