০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায়

বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় - নয়া দিগন্ত

তীব্র তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির জন্য হাকাকার করছে ঢাকার সাভারসহ সারাদেশের মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য খোলা মাঠে নামাজ আদায় করা হচ্ছে। সাভার পৌর মহল্লার নয়াবারী-ভাটপাড়া এলাকাও আদায় করা হয়েছে সালাতুল ইসতিসকার।

বৃহস্পতিবার সকাল ১০টায় নয়াবারী-ভাটপাড়া এলাকার ঈদগাঁহ মাঠে বৃষ্টি জন্য বিশেষ এ নামাজ আদায় করা হয়।

সালাত, খুতবা ও মোনাজাত পরিচালনা করেন সাভার পৌর এলাকার নয়াবাড়ী-ভাটপাড়া মাসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আসলাম তালুকদার।

বৃষ্টির জন্য নামাজে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মসল্লিরা অংশগ্রহণ করেন।

ইমাম মোনাজাতে বলেন, ‘সকল প্রশংসা পৃথিবীর প্রতিপালক আল্লাহর জন্য। তিনি পরম করুণাময়, দয়ালু ও শেষ বিচারের মালিক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি যা ইচ্ছা করেন। হে আল্লাহ তুমিই একমাত্র মাবুদ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আমাদের বৃষ্টি বর্ষণ করো এবং আমাদের জন্য যা অবতীর্ণ করো, তা আমাদের জন্য শক্তিময় ও কল্যাণ দান করো।’

দোয়ায় সাভারসহ দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় এবং সব ধরনের পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়।


আরো সংবাদ



premium cement