১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


লালপুরে বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে উত্তেজনা প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

-

নাটোরের লালপুরে প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ক্ষোভ আর অসন্তোষ। এর প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। গত শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবিতে বিদ্যালয় চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হজরত আলী, চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান আলী, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বাচ্চু, পদ্মা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রাজিব হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নাটোরের ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নামকরণ করেছে। এই উপজেলায় ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে চামটিয়া ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সবুজ ছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে। তারা বলেন, এই বিদ্যালয়টি চামটিয়া মৌজায় অবস্থিত এবং এর সাথে দুই গ্রামের সাধারণ মানুষের ভালোবাসা এবং আবেগ জড়িত রয়েছে। তাই আগের নাম বহাল রাখার দাবি জানান তারা।


আরো সংবাদ



premium cement