২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


অবৈধ নদী খননের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

-

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের করতোয়া নদী খননের নামে বালু উত্তলন করায় হুমকির মুখে পড়েছে অর্ধশতাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। অবৈধ নদী খননের প্রতিবাদ ও নদীর ম্যাপ অনুসারে খননের দাবি জানিয়ে গত সোমবার চৌবাড়িয়া এলাকায় নদীরপাড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, খানপুর ইউপি সদস্য চান বাদশা মণ্ডল, ব্যবসায়ী রওশন আলী প্রমুখ। এ ব্যাপারে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, রাস্তাসংলগ্ন নদী খননের কোনো অনুমতি দেয়া হয়নি। ক্ষতিগ্রস্তরা স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে ডিও লেটার নিয়ে আসলে সংস্কারের চেষ্টা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেন, আমরা এর আগে অবৈধ মাটি ব্যবসায়ী ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। শেরপুর (বগুড়া) সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement