৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ভাণ্ডারিয়ায় একটি সাঁকোই গ্রামের মানুষের একমাত্র ভরসা

ভাণ্ডারিয়ার ইকড়ী গ্রামে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে কোমলমতি শিশুদের পারাপার : নয়া দিগন্ত -

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ী গ্রামে ঢুকতে ও বের হতে একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই চলাচল করতে হয় গ্রামবাসীকে। স্থানীয়দের উদ্যোগে নির্মিত সাঁকোটি প্রতি বছর নিজেরাই মেরামত করে চলাচল করছে এ গ্রামের মানুষ। দুর্ভোগ থেকে পরিত্রাণে গ্রামবাসী একটি সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার ইকড়ী ইউনিয়নের ইকড়ী- তেলিখালী সড়কের আব্দুল লতিফ মাস্টারের বাড়ি সংলগ্ন বিশাল মাঠের মধ্যে অবস্থিত ইকড়ী গ্রাম। এ গ্রামে প্রবেশ বা বের হওয়ার জন্য বিকল্প কোনো সড়ক নেই। শুষ্ক মৌসুমে মাঠ পেরিয়ে পাশের সড়কে ওঠা গেলেও বর্ষা মৌসুমে নিজেদের নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।ইকড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার জানান, তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন জানান, সাঁকোর স্থলে একটি মাটির রাস্তা নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।


আরো সংবাদ



premium cement