০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


যুবলীগ নেতার চাঁদা দাবি ও মারধর

কুলিয়ারচরের ৩ ইউনিয়ন আ’লীগ নেতার রাজনীতি বর্জনের হুমকি

-

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর যুবলীগ নেতা আতিক আরমানকে চাঁদা না দেয়ায় আমেরিকা প্রবাসী ও সাবেক ছাত্রনেতা কামাল মিয়াকে মারধরের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় যুবলীগ নেতাকে তিনদিনের মধ্যে বহিষ্কার করাসহ দৃষ্টান্তমূলক বিচার করা না হলে কুলিয়ারচর সদরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল কর্মকাণ্ডসহ সামাজিক সকল অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেন রামদী, গোবরিয়া আব্দুল্লাহপুর ও সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। রোববার দুপুরে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাল উদ্দিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় এ বয়কটের হুমকি দেন তারা।
প্রতিবাদ সভায় নেতারা বলেন, পৌর যুবলীগ নেতা আতিক আরমানের হাতে কিছুদিন পর পর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা লাঞ্ছিত হয়ে আসছেন। বরাবর অভিযোগ করেও কোনো বিচার না পাওয়ায় তার অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। আতিক আরমানের চাঁদাবাজির দৃষ্টান্তমূলক বিচার না হলে এবং আওয়ামী লীগের রাজনীতি থেকে তাকে বহিষ্কার না করা হলে আমরা কুলিয়ারচর সদরে আওয়ামী লীগের রাজনীতি ও সামাজিক সকল কর্মকাণ্ড বয়কট করবেন এমন হুমকি দেয় তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব, সহ প্রচার সম্পাদক বাবু নকুল ভৌমিক, সদস্য রাজু আহমেদ, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিশু, রামদী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাহতাব উদ্দিন, ৮ নং ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লায়েছ মিয়া, ৯ নং ওয়ার্ড সহ-সভাপতি ডা: কামাল হোসেন বকুল প্রমুখ।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ধর্ষণের ছবি ফেসবুকে ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে গ্রেফতার প্রায় ২৫০০ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড দাগনভুঞা উপজেলা চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহ্জাদা মিয়ার জামিন হামাসের সাথে চুক্তির ব্যাপারে মিসরীয় প্রস্তাব মেনে নিন : ইসরাইলি প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষামন্ত্রী টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতে আইনি লড়াইয়ের ল’ফার্ম নিয়োগ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আদমদিঘিতে আ’লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার মহাদেবপুরে বাসচাপায় শিশু নিহত হিট স্ট্রোকে ১৪ দিনে ১৫ জনের প্রাণহানি

সকল