৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


গণবিশ্ববিদ্যালয় সাবেক রেজিস্ট্রার ও কন্ট্রোলারসহ ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

-

অর্থ আত্মসাতের অভিযোগে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু ও আশুলিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সারোয়ার হোসেন বাবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শনিবার গণবিশ^বিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা জানান, গত বৃহ¯পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকা (আশুলিয়া আমলি আদালত) এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জানা যায়, গণবিশ্ববিদ্যালয়ের ক্যা¤পাস সংলগ্ন জমি কেনার কাজে রেজিস্ট্রার দেলোয়ার হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু ওই সময় পরস্পর যোগসাজশে এবং দলিল লেখক সারোয়ার হোসেন বাবুলের সহযোগিতায় বিভিন্ন খাতে প্রয়োজনের অতিরিক্ত দলিলের মূল্য ও রেজিস্ট্রি ফি প্রদর্শন করেন এবং ভুয়া বিল-ভাউচার দেখিয়ে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। গণবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ তদন্তে এ অর্থ আত্মসাতের সত্যতা পায়। পরে গণবিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গত বছরের ৫ সেপ্টেম্বর তারিখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় সিআর মামলা করা হয়। আদালত পিবিআইকে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। পিবিআই অভিযোগের তদন্ত করে ৭৩ লাখ ৯৪ হাজার ১৯০ টাকা আত্মসাতের প্রমাণ পায় এবং তদন্ত প্রতিবেদন জমা দেয়।


আরো সংবাদ



premium cement