২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লালমোহনে ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

-

বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিনে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ফরহাদ হোসেন মুরাদসহ ১০ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলনের একজন প্রার্থী থাকলেও বিএনপি মনোনীত কোনো প্রার্থী নেই। সংরক্ষিত তিন ওয়ার্ড ও সাধারণ ৯ ওয়ার্ডে মোট ৬৩ জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ফরহাদ হোসেন মুরাদ, আব্দুস শহিদ, ফরহাদ হোসেন নইম, আলমগীর হোসেন, আবুল বাসার সেলিম, রেহেমের রহমান বুলবুল, ফয়েজ উল্লাহ, আবুল বশর, কামাল হোসেন ও ইসলামী আন্দোলনের তোফায়েল আহমেদ।
সূত্র জানায়, লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৩ জন প্রার্থী চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ফরহাদ হোসেন মুরাদই নৌকা প্রতীক পেয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী জানান, ১০ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে ১৪ জন, সাধারণ ওয়ার্ডে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে ৩ অক্টোবর প্রত্যাহার এবং ৪ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে। উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছেন ১৯ হাজার ৯৫২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১২৫ এবং নারী ভোটার ৯ হাজার ৮২৭ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১০টি।


আরো সংবাদ



premium cement
যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

সকল