১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


পুঠিয়ায় গণপিটুনিতে ট্রাকচালকের মৃত্যু

-

সড়ক দুর্ঘটনায় দু’টি ছাগলের মৃত্যুর জেরে রাজশাহীর পুঠিয়ায় গণপিটুনিতে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত ট্রাকচালকের নাম আবু তালেব (৩৩)। তার বাড়ি পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত ৮টার দিকে জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় আবু তালেবের ট্রাকের নিচে পড়ে দু’টি ছাগল। ওই সময় গাড়িটি পালিয়ে গেলে ছাগল দু’টিকে জবাই করা হয়। একই সময় ছাগরের মালিক গোলাম মোস্তফা ফোনে ট্রাকটি আটকানোর জন্য বলেন। ট্রাকটি তাহেরপুর পৌঁছলে তাকে থামানোর চেষ্টা করলে চালক পালিয়ে যান। পরে ১০-১২টি মোটরসাইকেল ধাওয়া করে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় ট্রাকটিকে আটকানো হয়। পরে শুরু হয় গণপিটুনি। এ সময় হেলপার পালাতে পারলেও চালক পালাতে না পারায় পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে পুলিশ আহত ট্রাকচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক আবু তালেবের মৃত্যু হয়।
ওসি জানান, পাঁচজনকে আটক করা হয়েছে। ছাগল মালিক গোলাম মোস্তফা পলাতক রয়েছেন। তাকেও আটকের চেষ্টা চলছে।

 


আরো সংবাদ



premium cement