০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সোনাতলায় বাইচের নৌকা এখন পানির অপেক্ষায়

-

বগুড়ার সোনাতলায় আষাঢ়-শ্রাবণ মাসের অপেক্ষায় রয়েছে বাইচের নৌকার খেলোয়াড়রা। ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন এলাকায় বাইচের নৌকা তৈরি সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় ডজনখানেক বাইচের নৌকা তৈরি করা হলেও খেলোয়াড়রা এখন আষাঢ়-শ্রাবণ মাসে নদ-নদীতে পানি বৃদ্ধির অপেক্ষার প্রহর গুনছে। বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১১-১২ কিলোমিটার দক্ষিণে সোনাকানিয়া গ্রামের অবস্থান। ওই গ্রামের সামন দিয়ে প্রবাহিত খরস্রোতা বাঙালী ও সুখদহ নদী। স্বাধীনতা পরবর্তী প্রতিবছর ওই গ্রামের মানুষ চাঁদা তুলে বাইচের খেলা করে থাকে। এবারও পূর্ব তেকানী এলাকায় যমুনা নদীর তীরবর্তী আউচারপাড়া গ্রামবাসীর উদ্যোগে ৭৬ হাত দীর্ঘ দুটি বাইচের নৌকা তৈরি করা হয়েছে। মিনাজুল ইসলাম সোনাতলা (বগুড়া)


আরো সংবাদ



premium cement