৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীশূন্য

-

করোনা আতঙ্কে নীলফামারীর ডোমার উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী শূন্য হয়ে পড়েছে। কিছুদিন আগেও যেখানে রোগীর চাপে হিমশিম খেতে হতো চিকিৎসকদের, রোগী আর রোগীর স্বজনদের হাঁকডাকে মুখরিত থাকত কমপ্লেক্সটি সেখানে এখন সুনসান নীরবতা। আগে সামান্য জ্বর-সর্দি ও হাঁচি-কাশি হলেই মানুষ হাসপাতালে আসত চিকিৎসা নিতে এখন ভয়ে আর কেউ আসছেন না। নার্সরা জানান, প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হতো এই স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন ২০-৩০ জন রোগী এসে চিকিৎসাপত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছে।
ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম জানান, করোনা আতঙ্কের কারণে রোগী ভর্তি নেই বললেই চলে। আগে সামান্য সর্দি-কাশি নিয়ে মানুষজন হাসপাতালে ভর্তি হতো, এখন আর সেসব রোগী আসছেন না। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।


আরো সংবাদ



premium cement