০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


নীলফামারীতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

-

তিন দিন ধরে ভারী বৃষ্টিপাতে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধিসহ নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে আশ্বিনের এই বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুুষ।
গত রোববার থেকে বৃষ্টি শুরু হয় নীলফামারীতে। থেমে থেমে কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টি হতে থাকে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে টানা দুই ঘণ্টা ভারী বৃষ্টিপাত হয়। এরপর দিনভর চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। এতে করে তিস্তা, চারালকাটা, দেওনাই, বুড়িতিস্তাসহ জেলার সব নদ-নদীর পানি বেড়ে যায়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায় অব্যাহত ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি গতকাল সকাল থেকে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ভারী বৃষ্টিপাতে জেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এদিকে এই বৃষ্টিপাতে আমন ক্ষেতের উপকার হলেও ক্ষতি হয়েছে মরিচ, বেগুন,পটোলসহ উঠতি শাক ও সবজি ক্ষেতের।

 


আরো সংবাদ



premium cement