১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


চীনে মহাসড়কে ধস, নিহত ৩৬

চীনে মহাসড়কে ধস, নিহত ৩৬ - সংগৃহীত

চীনের গুয়াংডং প্রদেশের একটি মহাসড়কের কিছু অংশ ধসে ৩৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩০ জন।

চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া এ খবর জানায়।

অতিবৃষ্টির কারণে বুধবার রাত ২টা ১০ মিনিটে মহাসড়কের প্রায় ১৮ মিটার অংশ ধসে গেলে ২৩টি গাড়ি গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকাজ এখনো চলছে, তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে এর ঘটনাকে ‘টানা ভারী বৃষ্টির’ কারণে সৃষ্ট একটি ‘প্রাকৃতিক ভূতাত্ত্বিক বিপর্যয়’ বলা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে গুয়াংডংয়ে ভয়াবহ আবহাওয়াজনিত বিভিন্ন দুর্যোগ ঘটে চলেছে। বছরের এই সময়টায় সেখানে যে পরিমাণ ঝড়-বৃষ্টি হওয়ার কথা এবার তার চেয়ে অনেক বেশি হচ্ছে।

দেশটির জাতীয় আবহাওয়া অফিস বলছে, প্রদেশের মধ্য ও পূর্বাঞ্চলে গত ১০ দিনে ৬০০ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে তিন গুণ বেশি। প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া চীনের দক্ষিণাঞ্চলে রোববার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

এমন আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশ্লেষকরা।

অবিরাম বৃষ্টির কারণে এমন দুর্যোগ আরো হতে পারে বলে সতর্ক করেছে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

গুয়াংডংয়ে ভারী বৃষ্টিপাতের কারণে গত মাসে বন্যা দেখা দিয়েছিল। এতে চারজনের মৃত্যু হয়। প্রায় এক লাখ মানুষকে সরিয়ে নিতে হয়েছিল।

এছাড়া গত সপ্তাহে মেগাসিটি গুয়াংজুর ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোতে পাঁচজন প্রাণ হারায়।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement