৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


সেবা পাচ্ছেন না জরুরি রোগীরা

বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বিকল

-

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জরুরি রোগীরা। ২০১১ সালে উপজেলা পরিসংখ্যান অফিসের হিসাব মতে দুই লাখ ২০ হাজার জনসাধারণের জন্য একমাত্র অ্যাম্বুলেন্স লক্কর ঝক্কর অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় ২৮ বছর আগে হাসপাতালে এ অ্যাম্বুলেন্সটি বরাদ্দ দেয়া হয়। অ্যাম্বুলেন্সের চালক আজিজুল ইসলাম বলেন, কোনো জরুরি রোগী নিয়ে নওগাঁ যেতে ৫-৬ কিলোমিটার পরপর বন্ধ হয়ে যায়। এতে রোগী নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় এবং রোগীর অভিভাবকদের সাথে বাগি¦তণ্ডায় জড়াতে হয়। এ বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: মো: মনজুর এ মোরশেদ বলেন, অ্যাম্বুলেন্সটি ১৯৯০ সালে বরাদ্দ দেয়া হয়। কিন্তু বর্তমানে এমন অবস্থা যে, জরুরি রোগী বহন করার অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া ডাক্তার সঙ্কটে এমন অবস্থা চলছে চিকিৎসা দেয়ার ইচ্ছা থাকলেও তা করা সম্ভব হচ্ছে না। বিসিএস পাস করার পর ডাক্তারদের গ্রামে পোস্টিং দেয়া হলেও ওই সব ডাক্তার যোগ দেয়ার কিছু দিন পর তদবিরের জোরে বদলি হয়ে শহরমুখী হন। তখন আমাদের ডাক্তার সঙ্কটে পড়তে হয়। এ বিষয়ে নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: মোমিনুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডাক্তার সঙ্কট দেশের প্রায় সব হাসপাতালেই। তা ছাড়া বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। শিগগিরই অ্যাম্বুলেন্স পাবেন বলে তিনি আশাবাদী। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার (সেলিম) বলেন, বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ হয়েছে। কর্তৃপক্ষ অচিরেই তা সরবরাহ করবে।

 


আরো সংবাদ



premium cement
শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিএনপি সংকল্পবদ্ধ বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত? শৈলকুপায় মামাতো ভাইদের লাঠির আঘাতে ফুফাতো ভাই নিহত আমরা নিজের দেশেই অদৃশ্য : ভারতের মুসলিমরা যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩৪ রাজনীতির মাঠে যেভাবে খেলছেন ইউসুফ পাঠান মার্কিন রণতরীতে হাউছিদের হামলা ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত ফিলিপাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রি, বাড়তে পারে আরো শিখ নেতা পান্নুনকে খুন করতে ‘হিটম্যান’ পাঠিয়েছিলেন ‘র অফিসার’ : ওয়াশিংটন পোস্ট

সকল