২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রানীশংকৈলে বিস্ফোরক লাইসেন্স ছাড়াই এলপি গ্যাস ব্যবসা

-

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার বাজার এলাকা ও সড়কের মোড়ে বিক্রি হচ্ছে এলপি গ্যাসের সিলিন্ডার। বিস্ফোরক অধিদফতরের লাইসেন্স ছাড়াই নীতিমালা লঙ্ঘন করে শুধু ট্রেড লাইসেন্স নিয়ে উপজেলায় অর্ধশতাধিক দোকানে বিক্রি করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ও দাহ্য পদার্থ পেট্রল। ফলে যে কোনো সময় বিস্ফোরণ ও প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায় মুদি দোকান, হার্ডওয়্যার দোকান, ক্রোকারিজ, কসমেটিক্স ও ওষুধের দোকান মালিকেরা পর্যন্ত খোলামেলা অবস্থায় গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছেন। এ ছাড়া ওইসব দোকানে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার রাখার নিয়ম থাকলেও বেশির ভাগ দোকান মালিক তা রাখছেন না। আবার কয়েকটি দোকানে এ গ্যাস সিলিন্ডার থাকলেও তা বেশির ভাগই মেয়াদ উত্তীর্ণ।
উপজেলার বিভিন্ন হাটবাজারের বেশির ভাগ ব্যবসায়ীর এলপি গ্যাস বিক্রির কোনো বৈধ লাইসেন্স নেই। আইনের তোয়াক্কা না করে ব্যবসায়ীরা দোকানে ও গুদামে গ্যাস সিলিন্ডার মজুদ রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে রানীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ্মৌসুমী আফরিদা বলেন, এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে দেখা হবে।

 

 


আরো সংবাদ



premium cement