২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


শক্তিশালী ডলারের চাপে চীনের ইউয়ান দুর্বল

শক্তিশালী ডলারের চাপে চীনের ইউয়ান দুর্বল - ফাইল ছবি

চীনের কেন্দ্রীয় ব্যাংক তাদের মুদ্রার সমর্থনে জোরদার অবস্থান গ্রহণ করলেও বুধবার ডলারের অব্যাহত চাপে দুর্বলই থাকে। অপেক্ষাকৃত ভালো অর্থনৈতিক উপাত্তও কাজে লাগেনি।

বাজারের সূচনাতে পিপলস ব্যাংক অব চায়না ডলারপিছু ৭.০৯৪৬ হারে সিএনওয়াই=পিবিওসি নির্ধারণ করে দেয়। অথচ আগে তা ছিল ৭.০৯৪৩।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ পলিসির কারণে ডলার শক্তিশালী অবস্থান লাভ করে।

বছরের প্রথম মাসগুলোতে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো উচ্চতর মুনাফার চিত্র তুলে ধরেছে। কিন্তু চীনের প্রপার্টি মার্কেটে অব্যাহত নাজুক অবস্থার কারণে সার্বিক অগ্রগতি বহাল থাকেনি। উল্লেখ্য, প্রপার্টি মার্কেটে নেতিবাচক অবস্থা চীনের করোনা-পরবর্তী অর্থনীতির তেজিভাবকে ম্লান করে দিয়েছে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement