০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি

এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি - ছবি : বিবিসি

প্রথমবারের মতো বাজারে এসেছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি ও টেক জায়ান্ট শাওমির বৈদ্যুতিক গাড়ি। বৃহস্পতিবার রাতে বেইজিংয়ে লঞ্চ করেছে তাদের এসইউ ৭ ও এসইউ ৭ ম্যাক্স নামের দু’টি মডেলের গাড়ি।

জনপ্রিয় চীনা স্মার্টফোন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন বলেছেন, কোম্পানির প্রথম বৈদ্যুতিক গাড়িটির এসইউ ৭ মডেল চীনে দুই লাখ ১৫ হাজার ৯০০ ইউয়ান (২৯ হাজার ৮৭৪ ডলার) বিক্রি হবে। আর এসইউ ৭ ম্যাক্স মডেলের প্রতিটির দাম হবে ২ লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ানে (৪১ হাজার ৪৯৭ ডলার) বিক্রি হবে। প্রারম্ভিক মূল্য টেসলার মডেল ৩ সেডান থেকে প্রায় চার হাজার ডলার কম।

অর্থনীতি ও বাণিজ্য বিশ্লেষকদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বাড়তে থাকায় বর্তমানে বৈদ্যুতিক গাড়ি একটি উদীয়মান শিল্প। এতদিন এই বাজারে প্রায় একচেটিয়া ব্যবসা চালিয়ে আসছে মার্কিন কোম্পানি টেসলা এবং চীনা কোম্পানি বিওয়াইডি। শুক্রবার নিজেদের গাড়ি লঞ্চিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই বাজারে প্রবেশ করল শাওমি।

সূত্র : সিএনএন


আরো সংবাদ



premium cement