১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আফগানিস্তানে তালেবান গাড়িবহরে বোমা হামলা, নিহত ৩

আফগানিস্তানে তালেবান গাড়িবহরে বোমা হামলা, নিহত ৩ - সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় গোলযোগপূর্ণ বাদাখশান প্রদেশে বুধবার বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন তালেবান নিরাপত্তাকর্মী নিহত ও ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতালের কর্মকর্তাসহ একাধিক সূত্র হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানায়, প্রাদেশিক রাজধানী ফয়জাবাদে তালেবানের সামরিক বহরে মোটরসাইকেলে লাগানো একটি ‘ঘরে তৈরি আঠালো বিস্ফোরক অস্ত্র’ আঘাত হানে।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তা বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। ওই ইউনিটটি আফিম গাছ ধ্বংস করতে অবৈধ আফিম ক্ষেতের দিকে যাচ্ছিল।

মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন, এই হামলাটির ব্যাপারে তদন্ত চলছে।

তালিবান কর্তৃপক্ষের আফিম নির্মূল অভিযানের বিরুদ্ধে নজিরবিহীন সহিংস গণবিক্ষোভের কবলে থাকা বাদাখশানে বোমা হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। গত শুক্রবার তালিবান নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দুজন বিক্ষোভকারী নিহত হন।

তালিবানের সেনাপ্রধান ফাসিহউল্লাহ ফিতরাত এক ভিডিও বার্তায় বিক্ষোভরত কৃষকদের অভিযোগ নিয়ে কথা বলার এবং অস্থিরতা নিরসনের এক দিন পর বুধবারের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তিনি আফিম গাছ নির্মূলে জনসমর্থন আদায়ের ওপর জোর দেন।

প্রদেশটিতে সফরের আগে তালিবান সেনাপ্রধান হুমকি দিয়েছিলেন, বিক্ষোভ অব্যাহত থাকলে সামরিকভাবে ‘বিদ্রোহ দমন’ করা হবে। তিনি আফগানিস্তানে আফিম চাষ নির্মূলে তার সরকারের সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন এবং যাই হোক না কেন, এই লক্ষ্য অর্জনের অঙ্গীকার ব্যক্ত করেন।

দেশের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আকুন্দজাদা পপি চাষ, উৎপাদন, ব্যবহার, পরিবহন এবং অবৈধ মাদকের ব্যবসার ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা আরোপ করেন।

তবে অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতি এবং আফিম চাষিদের জন্য বিকল্পের অনুপস্থিতির কারণে আফগানিস্তানের কিছু অংশে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি হয়েছে। ২০২২ সালের এপ্রিলে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

জাতিসঙ্ঘের হিসাব অনুযায়ী, আফিম চাষের ওপর নিষেধাজ্ঞার কারণে দারিদ্র্যপীড়িত আফগানিস্তানে প্রায় সাড়ে চার লাখ মানুষ বেকার হয়ে পড়েছে এবং কৃষকদের আয় ১৩০ কোটি ডলার কমে গেছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী জেলে ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ বিস্ফোরণে আফগান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

সকল