২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দক্ষিণ চীন সাগরে ফাঁড়ি স্থাপনে ম্যানিলাকে বেইজিংয়ের হুঁশিয়ারি

দক্ষিণ চীন সাগরে ফাঁড়ি স্থাপনে ম্যানিলাকে বেইজিংয়ের হুঁশিয়ারি - ফাইল ছবি

ফিলিপাইনকে হুঁশিয়ার করে দিয়ে চীন জানিয়েছে যে ম্যানিলা 'প্রতারণামূলক কৌশল গ্রহণ' করছে। তারা বিতর্কিত প্রবালপ্রাচীরের কাছে ফাঁড়ি নির্মাণের মাধ্যমে শক্তি বাড়ানোর চেষ্টারও নিন্দা করে বলেছে যে এই কৌশল 'অবশ্যই ব্যর্থ' হবে।

সেকেন্ড টমাস শোলের কাছে চীনা ও ফিলিপাইনের নৌযানের মধ্যে ৫ মার্চের সংঘর্ষের ব্যাপারে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগ্যাং বলেন, বেইজিংয়ের অধিকারকে লঙ্ঘন করছে ম্যানিলা।

ঝা উত্তেজনা বৃদ্ধি পায় এমন যেকোনো 'উস্কানিমূলক কার্যক্রম' থেকে বিরত থাকার জন্য ফিলিপাইনের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, চীনা পক্ষ যে শুভেচ্ছা এবং সংযমের পরিচয় দিচ্ছে, তা ফিলিপাইন অগ্রাহ্য করে চলেছে, বারবার চীনের রেনাই জিয়াওয়ের কাছাকাছি এলাকায় অনুপ্রবেশ করছে।

তবে ফিলিপাইন বলছে, চীনা উপকূলীয় রক্ষী জাহাজগুলো তাদের নৌযানগুলোকে হয়রানি করছে, পানিকামানের গুলি বর্ষণ করেছে।

চীনের এমন 'আগ্রাসী আচরণের' প্রতিবাদ জানাতে ম্যানিলায় নিযুক্ত চীনের ডেপুটি প্রধানকে তলব করে ফিলিপাইন।

আর চীন তাদের অবস্থানকে সমর্থন করে জানায়, ফিলিপাইনের নৌযানগুলো অবৈধভাবে ওই এলাকায় প্রবেশ করায় তারা এমন ব্যবস্থা গ্রহণ করেছে।
সূত্র : সাউথ এশিয়ান মর্নিং পোস্ট


আরো সংবাদ



premium cement