২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ১২০

- সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভাইরাসের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশে আরো ১০৮ জন মারা গেছেন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১১২ জন। তবে চীনের বাইরে আরো ৮ জন মারা যাওয়ায় বিশ্বব্যাপী এ সংখ্যা অন্তত ২১২০ জন। চীনের বাইরে ইতোমধ্যে হংকং ও ইরানে দুইজন করে এবং তাইওয়ান, জাপান, ফ্রান্স ও ফিলিপাইনে একজন করে মারা গেছেন।

চীনের হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের মধ্যে বেশিরভাগের মৃত্যুর ঘটনা ঘটেছে প্রদেশের রাজধানী উহানে। সেখানেই গত বছরের ডিসেম্বরে ভাইরাসটি প্রথম সনাক্ত করা হয়।

এদিকে বুধবার নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৩৪৯ জন। হুবেইয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৩১ জনে। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬২ জনে।


আরো সংবাদ



premium cement