০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


ব্রাজিলের প্রেসিডেন্টকে ছুরি মারা ব্যক্তিকে ‘অনির্দিষ্টকালের’ জন্য কারাগারে রাখার নির্দেশ

-

ব্রাজিলের এক বিচারক গত বছরের নির্বাচনী প্রচারণা চলাকালে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে ছুরিকাঘাত করা ব্যক্তিকে একজন মানসিক রোগী হিসেবে উল্লেখ করে তাকে শুক্রবার খালাস করে দিয়েছেন। তবে ‘অনির্দিষ্টকালের’ জন্য তাকে কারাগারে রাখার নির্দেশ দেয়া হয়েছে। খবর এএফপি’র।

গত বছর ৬ সেপ্টেম্বর ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিরাস গারাইস রাজ্যের জুইস ডি ফোরায় নির্বাচনী সমাবেশ চলাকালে অ্যাডেলিও বিসপো ডি অলিভিরা বোলসোনারোর পেটে ছুরিকাঘাত করে।

এর আগে পুলিশ জানিয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে বিসপো এককভাবে এ হামলা চালায়। এতে অল্পের জন্য বোলসোনারো প্রাণে বেঁচে যান।

ফেডারেল বিচারক আদালতের রায়ে বলেছেন, বিসপো একজন মানসিক রোগী। ব্রাজিলের আইন অনুযায়ী তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায় না।

ওই বিচারক বলেন, তবে নিজের ‘চরম ঝুঁকির কারণে এবং বোলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট মাইকেল টিমারকে হামলার ইচ্ছার কথা জানানোয় বিসপোকে কোনো একটি কেন্দ্রীয় কারাগারে রাখা উচিত হবে যাতে তিনি সেখানে চিকিৎসা নিতে পারেন।’

বোলসোনারো বলেন, তিনি আদালতের এমন রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করবেন।

বোলসোনারো মনে করেন যে এ হামলার মূল হোতাদের রক্ষা করার একটি উপায় হচ্ছে বিসপোকে মানসিক রোগী ঘোষণা করা।

তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘তারা আমাকে হত্যা করার চেষ্টা করে। আমি নিশ্চিত তারা কারা। কিন্তু আমি তাদের নাম বলতে পারছি না। আমি আগেই কাউকে দোষী সাব্যস্ত করতে চাই না।’

বোলসোনারো এ রায়ের বিরুদ্ধে আপিল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, আমি আমার আইনজীবীর সাথে কথা বলে এ ব্যাপারে সম্ভাব্য পদক্ষেপ নেয়ার চেষ্টা করবো।


আরো সংবাদ



premium cement