০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


চীনে কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড

চীনা টিভিতে প্রকাশিত শেলেনবার্গের বিচারের দৃশ্য - সংগৃহীত

চীনের একটি আপিল আদালত কানাডার এক নাগরিককে মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অভিযুক্ত ওই কানাডীয় নাগরিকের নাম রবার্ট শেলেনবার্গ। এর আগে এই কানাডীয় নাগরিককে ২০১৮ সালে ১৫ বছরের কারাদাণ্ড দেয় চীনের একটি নিম্ন আদালত। কিন্তু আপিল আদালত সোমবার তার রায়ে বলেছে, অপরাধের তুলনায় তার আগের শাস্তি অনেক কম ছিল।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে কানাডায় চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে’র শীর্ষস্থানীয় কর্মকর্তা মেং ওয়াংঝু’কে আটকের ফলে দু’দেশের সম্পর্কে যে কূটনৈতিক টানাপড়েন শুরু হয় এই মৃত্যুদণ্ডের ঘটনায় তা আরো তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন সরকারের অনুরোধে ওয়াংঝুকে আটক করে কানাডার পুলিশ। গত মাসে তিনি জামিনে মুক্তি পেলেও তার কানাডা ত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

৩৬ বছর বয়সী শেলেনবার্গকে চীন থেকে অস্ট্রেলিয়ায় ২২৭ কেজি মেথামফেটামিন পাচারের পরিকল্পনার দায়ে ২০১৪ সালে আটক করে চীনা পুলিশ। এরপর ২০১৮ সালের নভেম্বরে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।

কিন্তু এই রায়ের বিরুদ্ধে আপিলের পর চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় দালিয়ান শহরে অবস্থিত উচ্চ আদলত সোমবার তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। একইসাথে তার সব অর্থ-সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে রায় ঘোষণার আগে নিজেকে নির্দোষ দাবি করেন শেলেনবার্গ। এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ১০ দিন সময় পাবেন কানাডার এই নাগরিক। এদিকে চীনে নিজেদের নাগরিকের মৃত্যুদণ্ডের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

উল্লেখ্য, হুয়াওয়ে’র প্রতিষ্ঠাতার মেয়ে ৪৬ বছর বয়সী ওয়াংঝু’কে আটকের ঘটনায় কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে চীনের। ওই ঘটনার পর চীনের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করার দায়ে দুই কানাডীয় নাগরিককে আটক করে বেইজিং। পার্স টুডে


আরো সংবাদ



premium cement