২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মালিতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৩১

মালিতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৩১ - সংগৃহীত

মালির দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সেতু থেকে বাস ছিটকে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুরকিনা ফাসোর উদ্দেশে যাত্রা করা বাসটি গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বাগো নদীর উপর ওই সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দেশটির মালিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় বাসটি সেতু থেকে উল্টে যায়। পরে এটি তলিয়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ‘চালকের গাড়ি নিয়ন্ত্রণে ব্যর্থতা’ এ দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

দেশটির পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এদিন কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বাস বিকেল ৫টার দিকে সেতু থেকে ছিটকে পড়ে। যার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এ ঘটনায় নিহতদের মধ্যে মালিয়ান ও পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।

এ মাসের শুরু দিকে মালির মধ্যাঞ্চল থেকে রাজধানী বামাকোতে যাওয়ার পথে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয় আরো ৪৬ জন।
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
মাদারীপুরে মাহিন্দ্র উল্টে চালকসহ নিহত ২ জর্ডান ও ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা নিউজিল্যান্ডের মার্কিন ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০ নির্বাচনের আগে ‘সিএএ’ চালু করে ভোট টানার কৌশল ব্যর্থ বিজেপির ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালনের আহ্বান কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে রাফাতে ইসরাইলি হামলায় এক পরিবারের ৯ সদস্য নিহত আজ ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী গ্রেফতারের মধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলবিরোধী বিক্ষোভ অব্যাহত হলান্ডের প্রত্যাবর্তনের ম্যাচে ম্যানসিটির জয়

সকল