২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মরক্কোয় দাবানল ছড়িয়ে পড়েছে, ৩ দমকলকর্মী নিহত

মরক্কোয় দাবানল ছড়িয়ে পড়েছে, গাড়ি দুর্ঘটনায় তিন দমকলকর্মী নিহত - ছবি : বাসস

মরক্কোর উত্তরাঞ্চলে এক বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় তিন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন ও অপর দুইজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর এএফপি’র।

মরক্কোর সরকারি সূত্র জানিয়েছে, সোমবার রাতে এমদিক-এফনিদেক প্রদেশে এ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানোর সময় গাড়িতে থাকা দমকলকর্মীরা গিরিখাতে পড়ে যান।

সূত্র আরো জানায়, আগুন ধরিয়ে দেয়ার বিষয়ে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বনভূমিতে লাগা ওই আগুন নিয়ন্ত্রণে এবং তা জনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়া রোধের চেষ্টায় মঙ্গলবার দমকল বাহিনীর কর্মীরা তাদের বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করে। এসবের মধ্যে ক্যানাডিয়ার ওয়াটার বোমার্সও রয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ দাবানলে এখন পর্যন্ত ১২০ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

মরক্কোর তাপমাত্রা ক্রমেই বেড়ে যেতে দেখা যাচ্ছে।

এদিকে কৃষি মন্ত্রণালয় জানায়, এই গ্রীষ্মে দাবানলে দেশটির উত্তরাঞ্চলের প্রায় ১০ হাজার হেক্টর জমির বনভূমি পুড়ে গেছে।

গত মাসে দেশটির উত্তরে বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়ায় চারজনের মৃত্যু হয়।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’

সকল