২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


করোনার হাসপাতালগুলোতে ২ হাজার চিকিৎসককে পদায়ন

- ফাইল ছবি

নতুন করে নিয়োগ দেয়া দুই হাজার চিকিৎসককে করোনা চিকিৎসা দেয়ার হাসপাতালগুলোতে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পরবর্তী নির্দশনা না দেয়া পর্যন্ত নিয়োগ দেয়া চিকিৎসকরা শুধুমাত্র কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল/প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে হবে।’

শনিবার দিবাগত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ওই দুই হাজার চিকিৎসককে পদায়ন করে এ প্রজ্ঞাপন জারি করে। এর আগে গত ৪ মে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরো বলা হয়েছ, নিয়োগ পাওয়া চিকিৎসকদের আগামী ১২ মে’র মধ্যে পদায়ন দেয়া হাসপাতালগুলোতে যোগদান করতে হবে।

উল্লেখ্য, পিএসসির সুপারিশক্রমে ৩৯তম (বিসিএস) বিশেষ পরীক্ষা ২০১৮-এর ফলাফলের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৪ মে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ২০০০ চিকিৎসক নিয়োগ দেয়া হয়। ইউএনবি।


আরো সংবাদ



premium cement