১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


ক্যালিগ্রাফার আফসানা মিমি

-

ডিপার্টমেন্টের অনুষ্ঠানে রুম সাজানো হবে। সিনিয়ররা তাকে ক্যালিগ্রাফি করতে বললেন। কিছুই তো তেমন জানা নেই। গুগুল ঘেঁটে যে ক্যালিগ্রাফি তিনি করলেন, তাতেই একদম বাজিমাত। শিক্ষক, সিনিয়র, জুনিয়র সবাই ভূয়সী প্রশংসা করল। উৎসাহ দিলো। মেয়েটি যেন এতদিন এরই অপেক্ষায় ছিল। এটি ২০১৫ সালের ঘটনা। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ক্যালিগ্রাফি করেছেন। আর ক্যালিগ্রাফি জগতে নিজের জায়গাটা পোক্ত করে নিয়েছেন। ক্যালিগ্রাফি, ছবি আঁকা এখন তার পেশা। সফল উদ্যমী এই তরুণীর নাম আফসানা মিমি। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। চার ভাইবোনের মধ্যে ছোট তিনি। পরিবার নিয়ে গাজীপুরে বসবাস করেন। আঁকাআঁকির নেশাটা আফসানার ছোটকাল থেকেই। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। বলা যায় নিজ থেকেই শেখা। আর বটবৃক্ষের মতো পাশে পেয়েছেন বাংলাদেশে বিখ্যাত ক্যালিগ্রাফার মাহবুব মুর্শিদকে। আফসানা বলেন, মাহবুব মুর্শিদ স্যার আমার ক্যালিগ্রাফি দেখেন। উৎসাহ দেন। স্যার আমার ক্যালিগ্রাফি দেখে বলেছেন, এত সুন্দর দৃষ্টিনন্দন গোছানো কাজ। যা দেখে চোখটা শীতল হয়ে যায়, মনটা ভরে যায়। বাংলাদেশে ক্যালিগ্রাফি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব মাহবুব মুর্শিদ। তার হাতে অসংখ্য ক্যালিগ্রাফার গড়ে উঠেছে বলে জানা যায়। এমএম আর্ট ফাউন্ডেশনের মাধ্যমে তিনি ক্যালিগ্রাফিতে আগ্রহীদের প্রশিক্ষণ দেন। আরবি, বাংলা দু’মাধ্যমেই আফসানা ক্যালিগ্রাফি করেন। আবার ল্যান্ডস্কেপও আঁকেন। তিন বছর ধরে তিনি বাণিজ্যিকভাবে ক্যালিগ্রাফি করেন। বাংলাদেশে হাতেগোনা কয়েকজন নারী পেশাদার ক্যালিগ্রাফার আছেন বলে জানা যায়। কিছুটা ব্যতিক্রমী ডিজাইন, অক্ষরের শেপ তার ক্যালিগ্রাফিকে ভিন্নমাত্রা এনে দেয়। এ পর্যন্ত আফসানা জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে মোট সাতটি প্রদর্শনীতে আংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ তুর্কি-বাংলাদেশ ক্যালিগ্রাফি এক্সিবিশন, ওআইসি আয়োজিত ক্যালিগ্রাফি প্রদর্শনী, পেন্সিল ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনী, স্বরলিপি দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রদর্শনী, ফোকাস বাংলাদেশ আয়োজিত ৪ঃয ঞঁহব ড়ভ অৎঃ ওহঃবৎহধঃরড়হধষ ধৎঃ ঋবংঃরাধষ, অষষঁৎরহম অৎঃ ওহঃবৎহধঃরড়হধষ ডরহঃবৎ অৎঃ ঊীযরনরঃরড়হ, ঙনংপঁৎব অৎঃরংঃ ড়ভ ইধহমষধফবংয আয়োজিত প্রদর্শনীতে। প্রদর্শনীতেই আফসানার অনেক ক্যালিগ্রাফি বিক্রি হয়ে গেছে। অবসকিউর আর্ট ও বাংলাদেশের আয়োজিত প্রদর্শনী থেকে দুটি ক্যালিগ্রাফি বিদেশীরা কিনে নিয়ে যান। রিওনিকা হান্না নামে এক বিদেশী তার ক্যালিগ্রাফি সম্পর্কে বলেন, পারফেক্টলি প্লেস ইন বিটুইন ব্লু কারটেইনস। শাহনাজ করিম নামে একজন লিখেছেন, রুমের থিমের সাথে কালারটা একদম ম্যাচ করেছে। ক্যালিগ্রাফি ক্রয় করার পদ্ধতি সম্পর্কে আফসানা বলেন, ক্যালিগ্রাফির মূল্য নির্ধারণ করি সাইজ, লেখা এবং ডিজাইন কেমন হবে তার ওপর নির্ভর করে। কেউ নিতে আগ্রহী হলে অর্ধেক টাকা পরিশোধ করতে হয়, বাকিটা ক্যালিগ্রাফি পৌঁছানোর পর। ঢাকার মধ্যে হলে আমার ভাই পৌঁছে দেন। ফেসবুকে আফসানার পেজের নাম চধরহঃরহম ইৎঁংয নু অভংধহধ. ২০১৭ সাল থেকে ক্যানভাসে পেইন্টিং শুরু করেন আফসানা। আফসানার আয়াতুল কুরসি ক্যালিগ্রাফি তুমুল জনপ্রিয়তা পেয়েছে। আফসানা জানান, এই ক্যালিগ্রাফিটি তাকে মোট চারবার করতে হয়েছে। চতুর্থবারেরটা প্রদর্শনী থেকেই বিক্রি হয়ে যায়। তার করা সূরা তাওবার শেষ দুই আয়াত, সূরা ফাতিহার ক্যালিগ্রাফি ব্যাপক প্রশংসা পেয়েছে। একটি সংস্থার ক্যালেন্ডারেও আফসানার ক্যালিগ্রাফি স্থান পেয়েছে। কাজের ব্যাপারে আফসানা খুব যতœবান। তিনি বলেন, আমার বেশির ভাগ বড় আয়াতের ক্যালিগ্রাফি করা হয়। যার কারণে আমার চোখের ওপর খুব প্রেশার পড়ে। তবু সর্বোচ্চ যতœ নিয়ে কাজ শেষ করি। যখন কাজটা ক্রেতার মন জয় করে নেয় তখন আমার খুব ভালো লাগে। ক্যালিগ্রাফির বাণিজ্যিক সম্ভাবনা খুব ভালো। আগে ক্যালিগ্রাফির প্রতি মানুষ কিছুটা উদাসীন থাকলেও বর্তমানে ক্যালিগ্রাফি অনেক প্রশংসনীয় হচ্ছে। অনেকেই ক্যালিগ্রাফিকে পেশা হিসেবে নিচ্ছেন বলে আফসানা জানান। তার মতে, সরকারি পৃষ্ঠপোষকতা, সহায়তা ও রফতানির মাধ্যম পেলে ক্যালিগ্রাফি রফতানি করা সম্ভব। কারণ তুরস্ক, ইরান, পাকিস্তান, সৌদি আরবসহ আরব দেশগুলোতে ক্যালিগ্রাফির প্রচুর চাহিদা রয়েছে। ক্যালিগ্রাফির মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে যায়। এতেই আফসানা খুশি। নিজের কাজটা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। কাজের মাধ্যমে টিকে থাকতে চান। দেশের মুখ উজ্জ্বল করতে চান। এসবই উদ্যমী তরুণী আফসানা মিমির ভবিষ্যৎ পরিকল্পনা। অনলাইনে আফসানা মিমির পেজের ঠিকানাÑ যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/চধরহঃরহম-ইৎঁংয-নু-অভংধহধ-৩২৮৩৮৫৬৮৪৬২৫৩১১/. এখানে দেখে ক্যালিগ্রাফি, পেইন্টিংয়ের অর্ডার দেয়া যায়।


আরো সংবাদ



premium cement
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর কালীগঞ্জে আম পাড়তে গিয়ে কিশোরের মৃত্যু ‘নুসুক’ কার্ডধারী ছাড়া অন্য কারো মাশায়েরে মুকাদ্দাসায় প্রবেশ নিষিদ্ধ বোলারদের নৈপুণ্যে কষ্টার্জিত জয় বাংলাদেশের প্রতিটি ঘরে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছাতে হবে : মোবারক হোসাইন নাঙ্গলকোটে বিয়ের দাবিতে প্রেমিকা তরুণীর অনশন, পলাতক প্রেমিক চার উইকেট নেই জিম্বাবুয়ের বরিশাল অঞ্চল জামায়াতের উপজেলা আমির সম্মেলন অনুষ্ঠিত তারা আহম্মকের স্বর্গে বাস করেন : শাহজাহান খান অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকাশক্তি : পররাষ্ট্রমন্ত্রী রাণীনগরে নদীতে ডুবে জেলের মৃত্যু

সকল