০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ক্যালিফোর্নিয়ায় ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

- ছবি : সিএনএন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। গত দু’দশকে সেখানে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

লস অ্যাঞ্জেলস থেকে ১৫০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের রিডগেক্রেস্ট শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। খবর বিবিসির।

দমকল কর্মীরা জানিয়েছেন, তারা লোকজনকে চিকিৎসা সহায়তা দিচ্ছেন এবং শহরে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পটি জনবহুল এলাকা থেকে দূরে আঘাত হানায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়ার জরুরি বিভাগের মুখপাত্র ব্র্যাড অ্যালেক্সান্ডার বলেন, রিড রিডগেক্রেস্ট শহরে দমকলের বেশ কয়েকটি ইউনিট, উদ্ধার ও তল্লাশি দল মোতায়েন করা হয়েছে। সেখানে বেশ কিছু ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


আরো সংবাদ



premium cement