০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


কৃষকের ইন্টারভিউ

-


উপস্থাপিকা : আপনি ছাগলরে কী খাওয়ান?
কৃষক : কোনটারে? কালো না সাদা?
উপস্থাপিকা : কালোটারে।
কৃষক : ঘাস।
উপস্থাপিকা : আর সাদা?
কৃষক : ওইটারেও ঘাসই খাওয়াই।
উপস্থাপিকা : ও আচ্ছা। এগুলিরে কই বাইন্ধা রাখেন?
কৃষক : কোনটা? কালোটা না সাদাটা?
উপস্থাপিকা : সাদা।
কৃষক : ওই পাশে বাইরের ঘরে বাইন্ধা রাখি।
উপস্থাপিকা : আর কালোটা?
কৃষক : ওইটারেও বাইরের ঘরেই বান্ধি।
উপস্থাপিকা : আর গোসল করান কিভাবে?
কৃষক : কালো না সাদা ?
উপস্থাপিকা : কালো।
কৃষক : পানি দিয়া।
উপস্থাপিকা : আর সাদাটা?
কৃষক : ওইটারেও পানি দিয়াই করাই...
উপস্থাপিকা : (চরম ক্ষিপ্ত) সব কিছু যখন একই রকম করেন, তা হলে বারবার জিগাস ক্যান কালো না সাদা?
কৃষক : কারণ সাদা ছাগলটা আমার।
উপস্থাপিকা : আর কালোটা?
কৃষক : ওইটাও আমার।
উপস্থাপিকা বেহুঁশ। তার যখন জ্ঞান ফিরল তখন কৃষক উপস্থাপিকাকে বলল, এবার বুঝলেনÑ টিভিতে একই খবর বারবার বলে আমাদের কান ঝালাপালা করে দেন তখন আমাদের কেমন লাগে?

 


আরো সংবাদ



premium cement