২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


অকালেই ঝরে গেলেন হ্যান্ডবলের সোহান

-

অকালেই ঝরে গেলেন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান। মাত্র ২১ বছর বয়সে জাতীয় হ্যান্ডবল দলের হয়ে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল কদিন আগেই। গতকাল সকালে নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়ার হোসেনাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহান ও তার বন্ধু সোলাইমান হোসেন জয়। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। জয় ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অন্য দিকে সোহানের অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে রাজবাড়ীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
গত ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন সোহান। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেরও সদস্য ছিলেন। সোহান দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের কালু মণ্ডলের ছেলে এবং জয় একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পরিবারের সূত্রমতে, সোহান ছুটিতে বাড়িতে এসেছিলেন। গতকাল শুক্রবার সকালে সে তার বন্ধু জয়ের সাথে মোটরসাইকেলে বাড়ি থেকে দৌলতপুরে যাচ্ছিলেন। এ সময় হোসেনাবাদ বাজারে পৌঁছালে সামনে থেকে আসা স্যালোইঞ্জিনচালিত গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: তাপস কুমার সরকার বলেন, গুরুতর আহত অবস্থায় দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে সোহানের অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছিল। জয় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।

 


আরো সংবাদ



premium cement