২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মার্সেল-নয়া দিগন্ত বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র অনুষ্ঠিত

-

মার্সেল-নয়া দিগন্ত বিশ্বকাপ ক্রিকেট কুইজ-২০১৯-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল নয়া দিগন্ত কার্যালয়ের বোর্ড রুমে এ ড্র অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, ডেপুটি এডিটর (নিউজ) মাসুমুর রহমান খলিলী, সিনিয়র জিএম মার্কেটিং সাইফুল হক সিদ্দিকী, স্পোর্টস এডিটর কামাল আহমেদ, সিনিয়র ম্যানেজার মার্কেটিং মো: শফিকুল আলম, মানেজার মার্কেটিং মো: ফজলুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং মো: ওয়াহিদুর রহমান, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং, পিআর, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মো: হুমায়ুন কবির, ওয়ালটন গ্রুপের সিনিয়র অফিসার (পিআর অ্যান্ড মিডিয়া) আরজু হোসেন প্রমুখ।
এবারের বিশ্বকাপ ক্রিকেট কুইজ দু’টি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ৩০ মে থেকে ২০ জুন পর্যন্ত উত্তর পাঠানোর সুযোগ রাখা হয়। দ্বিতীয় পর্বে ১৬ জুলাই পর্যন্ত উত্তর পাঠানোর সুযোগ দেয়া হয়। প্রথম পর্বে প্রথম পুরস্কার : একটি মার্সেল রেফ্রিজারেটর (২০১ লিটার/১২.৫ সেফটি), দ্বিতীয় পুরস্কার একটি মার্সেল এলইডি টিভি (৩২ ইঞ্চি), তৃতীয় পুরস্কার একটি মার্সেল এলইডি টিভি (২৪ ইঞ্চি), চতুর্থ পুরস্কার পাঁচটি মার্সেল ব্লেন্ডার এবং পঞ্চম পুরস্কার পাঁচটি মার্সেল রাইস কুকার।
প্রথম পর্বের পুরস্কারপ্রাপ্তরা হলেনÑ প্রথম জাহিদ, পিতা-আমিনুল হক, মুন্সীগঞ্জ; দ্বিতীয় আব্দুল মান্নান, পিতা-কছির উদ্দিন, বাঘমারা, রাজশাহী; তৃতীয় জোবেদা খানম, পিতা-তাবারাক ভুঁঞা, মোহাম্মদপুর, ঢাকা। চতুর্থ পুরস্কারপ্রাপ্ত পাঁচজন হলেনÑ তান্নি চৌধুরী, পিতা-আব্দুল ওদুদ চৌধুরী, কুলাউড়া, মৌলভীবাজার; সাদনান, পিতা-স্বপন, সোনারগাঁও, সারিন, পিতা-নজরুল ইসলাম, কুমিল্লা; জাকিয়া সুলতানা, পিতা-সামসুল ইসলাম, পূর্ব কান্দিপাড়া, নড়িয়া এবং আকলিমা আক্তার, পিতা-আনোয়ার, ইন্দ্রবতী, বুড়িচং, কুমিল্লা। পঞ্চম পুরস্কারপ্রাপ্তরা হলেনÑ শিলা, পিতা-আবুল কালাম আজাদ, মিরপুর, ঢাকা; মো: কপিন, পিতা-ইয়াসিন, বেল্ডা, নাঙ্গলকোট, আবুল কালাম, পিতা-ময়েজ উদ্দিন, জাহিন পিতা-আলমগীর, ঢাকা এবং নির্জনা, পিতা-রাজু, মুন্সীগঞ্জ।
দ্বিতীয় পর্বে প্রথম পুরস্কার : একটি মার্সেল এলইডি টিভি (৪৩ ইঞ্চি), দ্বিতীয় পুরস্কার-একটি মার্সেল রেফ্রিজারেটর (২০১ লিটার/১২.৫ সেফটি), তৃতীয় পুরস্কার-একটি মার্সেল এলইডি টিভি (২৪ ইঞ্চি), চতুর্থ পুরস্কার পাঁচটি মার্সেল রাইস কুকার এবং পঞ্চম পুরস্কার পাঁচটি মার্সেল ব্লেøন্ডার।
পুরস্কারপ্রাপ্তরা হলেনÑ প্রথম গুলশানা পলি, স্বামী-এ কে আজাদ, হালিশহর, চট্টগ্রাম; দ্বিতীয়-রিপন, পিতা-আমিন, মুন্সীগঞ্জ। তৃতীয়- গোলাম জিলানি, পিতা-মো: সবুজ, দক্ষিণ শাহজাহানপুর, ঢাকা। চতুর্থ তামান্না আক্তার মিম, পিতা-রুহুল আমিন, মোরেলগঞ্জ, বাগেরহাট; হাসান, পিতা-জামান, বরিশাল; রিপন, পিতা-আমিন, সোহান, পিতা-হানিফ, ঢাকা এবং সামির, পিতা-সুমন, নড়াইল। পঞ্চম-সালমা আক্তার, পিতা-মো: রহিম, চট্টগ্রাম; শিলা, পিতা-আবুল কালাম আজাদ, ঢাকা; ইকবাল আহমেদ, পিতা-ওসমান গনি, হাইমচর, চাঁদপুর; লামিয়া, পিতা-খোকন, মুগদা, ঢাকা এবং রাজিব, পিতা-সেকেন, রায়েরবাজার, ঢাকা। শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে ভাগ্যবানদের হাতে তাদের পুরস্কার তুলে দেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement