২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টেস্টেও ম্যাকেঞ্জিকে চায় বিসিবি

-

শুধু ওয়ানডে ও টি-২০তে নয়, টেস্টেও দক্ষিণ আফ্রিকার নিলো ম্যাকেঞ্জিকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-২০-এর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন ম্যাকেঞ্জি। তবে টেস্টেও ম্যাকেঞ্জিকে পুরোপুরিভাবে দলের ব্যাটিং কোচের দায়িত্ব তুলে দিতে চায় বিসিবি। গেল বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেন ম্যাকেঞ্জি। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে দলের দায়িত্ব পান তিনি।
ইংল্যান্ডে দ্বাদশ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সাথে চুক্তি ছিল ম্যাকেঞ্জির। বিশ্বকাপে ব্যর্থতার পরও ম্যাকেঞ্জির সাথে চুক্তি নবায়ন করে বিসিবি। তবে দলের কোচিং স্টাফদের অন্যদের সাথে চুক্তি নবায়ন করেনি বিসিবি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেনÑ প্রধান কোচ স্টিভ রোডস ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
তবে ম্যাকেঞ্জির ওপর আস্থা রাখে বিসিবি। তাই তার সাথে নতুন করে চুক্তি নবায়নও করা হয় এবং এখন তিন ফরম্যাটেই ম্যাকেঞ্জিকে ব্যাটিং কোচের দায়িত্ব তুলে দেয়ার চিন্তা করছে বিসিবি। এমনটাই জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তবে এখন কোনো কিছুই নিশ্চিত হয়নি বলেও জানান তিনি, ‘আমরা আশা করছি, দ্রুতই এটি চূড়ান্ত হবে। তবে এটি যদি না হয়, তবে আমরা বিকল্প উপায় বের করবো।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট, ৬৪টি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। টেস্টে ৩২৫৩, ওয়ানডেতে ১৬৮৮ ও টি-২০তে ৭ রান করেছেন তিনি। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই ডান-হাতি ব্যাটসম্যান। কোচিং ক্যারিয়ারে দু’বার দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শকও ছিলেন ৪৩ বছর বয়সী ম্যাকেঞ্জি।

 


আরো সংবাদ



premium cement
শ্বশুরের ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছে আচরণবিধি লঙ্ঘন ও উসকানিমূলক বক্তব্য প্রদানে অধ্যক্ষ এবং চেয়ারম্যান গ্রেফতার আবারো পিএমএল-এনের সভাপতি হচ্ছেন নওয়াজ শরিফ বিষখালী নদী থেকে ২২ ঘণ্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার ৩ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ ছত্তিশগড়ে ২৯ জন মাওবাদী নিহত হওয়ার পর এলাকায় যে ভয়ের পরিবেশ নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান রাশিয়া ইউক্রেনের ৬৮টি ড্রোন ভূপাতিত করেছে গুচ্ছ পরীক্ষা দিতে এসে জবি কেন্দ্রে অসুস্থ এক শিক্ষার্থী থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

সকল