১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


তামিমের অপেক্ষা

-

হতাশা তো আসবেই! দীর্ঘদিন চেষ্টা চলছে ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে যোগ্য একজন পার্টনারের। কিন্তু সব পরীক্ষা-নিরীক্ষা ব্যর্থ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও খেলেছেন এনামুল হক জুনিয়র। তিনিও ব্যর্থ। এর আগে সৌম্য সরকার, ইমরুল কায়েস। লিটন কুমার দাসকে দিয়েও চেষ্টা হয়েছে। কোথাও ফল পাওয়া যায়নি। ফলে যোগ্য একজন পার্টনারের জন্য হতাশা চলে এসেছে তামিম ইকবালের মধ্যে। যদিও ওই হতাশা শুধু তার মুখেই। পারফরম্যান্সে কিন্তু মোটেও সমস্যা হচ্ছে না এতটুকুও। সূচনায় দ্রুত ওপেনিং পার্টনার আউট হয়ে যাওয়ার পর ইদানীং তার পার্টনারশিপ জমে উঠেছে দ্বিতীয় উইকেট জুটিতে তথা ওয়ান ডাউনে নামা সাকিব আল হাসানের সাথে। এখন এ জুটিই বদলে দিচ্ছে সব। দুর্দান্ত খেলছেন তারা। কিন্তু ওপেনিংয়ে যদি ভালো একটা সাপোর্ট হতো তাহলে তামিম-সাকিবরা আরো নির্ভার হতে পারতেন। কিন্তু সেটা আর কখন হবে? ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এক সময়ের দুর্দান্ত ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তামিম সেখানেই আস্থা পেয়েছেন। এ ব্যাটিং পরামর্শক তাকে এবং একজন ভালো ওপেনারকে নির্বাচন করতে পারবেন। ম্যাকেঞ্জি প্রসঙ্গে কাল তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয় তার বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু দেয়ার আছে। যত দিন তার সাথে কাজ করেছি আমার মনে হয়েছে তিনি দারুণ একজন কোচ। আমি ব্যক্তিগতভাবে মুখিয়ে আছি তার সাথে কাজ করার জন্য।’ খুব কম সময়ই তার সান্নিধ্যে পেয়েছেন ব্যাটসম্যানরা। তবে শিগগিরই তিনি আসবেন এবং ক্রিকেটারদের সাথে সময় কাটাবেন। তামিম বলেন, ‘তিনি যেভাবে ব্যাটিং নিয়ে চিন্তা করেন, তাতে আমাদের অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। তিনি আমাকে যেসব কথা বলেছেন, তা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। তার কথাগুলো শুনে যদি নিজেকে আরো গুছিয়ে নিতে পারি, তাহলে আমার মনে হয় আমি আরো ৫-১০ শতাংশ উন্নতি করতে পারব। ওই উন্নতি করার জায়গাটা আছে। আশা করি তার সাথে কাজ করে অনেক কিছু নিতে পারব এবং অন্যরাও একই রকমভাবে চিন্তা করবেন।’ ওপেনিংয়ে একজন যোগ্য পার্টনার থাকলে ব্যাটিংও আরো ভালো হয়। তামিম সে সাপোর্টও পাচ্ছেন না। মাঠে নামলেই মনে হয় পার্টনার এ বুঝি আউট হয়ে গেল! তামিম বলেন, ‘হতাশার নয় হয়তো তাদের ওরকম কোনো পারফরম্যান্স হচ্ছে না। তবে আমি দলের সাথে থেকে যা দেখি, যাদের দায়িত্ব দেয়া হয়, তারা সবাই চেষ্টা করেন। অনুশীলন করেন। নিজেদের উন্নতি করতে যতটা করার দরকার, সেটা করেন। এরপরও হয় না। মূলত আমরা যে লেভেলে চিন্তা করি সেটা হয় না।’ তামিম বলেন, ‘আমার সাথে যারাই ওপেন করেছে, সবারই সামর্থ্য আছে বাংলাদেশকে সার্ভিস দেয়ার। আমার কাছে মনে হয়, ১-২ ম্যাচে ভালো ইনিংস খেলতে পারলে সেই আত্মবিশ্বাস নিয়েই ওরা দলে সেটেল্ট হতে পারবে।’
বাংলাদেশের সামনে মূল চ্যালেঞ্জ এখন বিশ্বকাপ। সেটারও বেশি দিন নেই। এর আগেও রয়েছে অনেক সিরিজ। তিনি বলেন, ‘বিশ্বকাপের বেশি দিন বাকি নেই। তবে আমাদের অনেক খেলা আছে। টিম ম্যানেজমেন্ট যাদের নিয়ে ভাবছে, আশা করি তাদের যথেষ্ট সময় পাবে। পর্যাপ্ত সুযোগ পেলে আশা করি তারা ভালো করবেন। তারা সবাই প্রতিভাবান। আশা থাকবে সুযোগ পেলে ভালো পারফরম্যান্স করে অবশ্যই তার নিজ স্থান নিশ্চিত করে ফেলবে।’ উল্লেখ্য, ঈদের ছুটি শেষে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশের অনুশীলন। সেটা হবে মূলত এশিয়া কাপকে সামনে রেখে।

 


আরো সংবাদ



premium cement
‘শয়তানের নিঃশ্বাস‘ নামের যে ড্রাগ প্রতারণায় ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মার্কিন বিমানবাহিনীর সদস্য নিহত পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শুরু টঙ্গীতে ৩ তলার ছাদ থেকে পড়ে বিএনপি নেতার ছেলের মৃত্যু মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত জামিন পেলেন কেজরিওয়াল, তবে ভোটগণনার দিন থাকতে হবে জেলেই পরকীয়া প্রেমিক যুগলের গলায় জুতার মালা : চেয়ারম্যান বরখাস্ত সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা রংপুরে রেয়াত পদ্ধতি চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন নতুন কোচের সন্ধানে বিসিসিআই, তাহলে কি দ্রাবিড়ের বিদায়! থাইল্যান্ডে এ বছর হিটস্ট্রোকে ৬১ জন প্রাণ হারিয়েছে : সরকার

সকল