২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ও-হ্, কী ঠাণ্ডা!

-


মা-বাবার দেয়া নাম আবির রহমান। কিন্তু ক্লাসে ওরে মদন বলেই ডাকে। আচরণ ও কথাবার্তায় মজার। একটু বোকা।
তাই, সবাই ওকে বোকা বানায়। এবার মদন ঠিক করল আশিককে বোকা বানাতে হবে।
যেই ভাবা সেই কাজ, আজ বোকা বানাবে। তাই রাত ১০টায় ফোন দিলো। ফোন দিয়ে,
হ্যলো
বলো মদন, কী বলবা?
বন্ধু, আমি কিছুই শুনতে চাই না। তুমি যদি আমার বন্ধু হয়ে থাকো, তাহলে এখনই আমার বাসায় আসতে হবে।
ওকে, আমি আসছি। কিন্তু বলো তো কী হয়েছে?
তুই আয় ভাই এরপর বলতেছি।
দাঁড়াও, আমি ৩০ মিনিটের মধ্যে আসছি।
ওকে, ধন্যবাদ ভাই।
৩০ মিনিটের মধ্যে এলো আশিক।
এই তো আমি এসেছি। এখন বলো, কী বলতে চাইছো?
বন্ধু কী করে তোকে বলি, তুই রাগ করবি না তো?
ওকে, আমি রাগ করব না, কিন্তু বল কী হয়েছে?
আজ অনেক ঠাণ্ডা পড়েছে। এমন ঠাণ্ডায় ওঠা অনেক কষ্টের তাই তোকে ডাক দিয়েছি আমার ঘরের বাতি বন্ধ করার জন্য।
মাথায় রাগ মনে হাসি, কারণ মদনের বুদ্ধির পরিচয় পেয়ে
ও আচ্ছা, তুই আমাকে বোকা বানালি?
ভালো, যাক বুদ্ধি তো হলো!
রাগ করিস না! আমাকে যখন তোরা বোকা বানাস তখন আমার এমন লাগে।
বন্ধু তুই আমাকে মাফ করে দে। এরপর আমি তোকে বোকা বানাব না। এখন বুঝলাম তোর কেমন লাগে।
ভালো থাক, কাল কথা হবে।
বুঝতে পারল তার ভুলের কথা।
আর সেই সাথে যে অন্যকে বোকা বানায়, সে নিজেই বোকা হয়েছে।
গাড়ি না পাওয়া আশিক বলল, ও-হ্ কী ঠাণ্ডা।

 


আরো সংবাদ



premium cement