০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


আগডুম বাগডুম কবিতাবলী

-

সহায় হবো শীতের দিনে
শামীম খান যুবরাজ

ঠাণ্ডা হাওয়ায় হাড় কাঁপানো
শীত এলো রে বস্তিতে,
গরিব দুখির কষ্ট ভীষণ
একটুও নেই স্বস্তিতে।

শিশু কাঁপে ঠাণ্ডা জ্বরে
ওষুধ কেনার নেই উপায়,
বুড়োর হাড়ে কাঁপন ধরে
শক্তি তো নেই তার দু’পায়।

কাঁপছে যারা শীতের ভোরে
এবং যারা মাঝরাতে,
দাও গো তাদের একটি কাঁথা
একটি জামা আজ রাতে।

অসহায়ের সহায় হবো
আয় না যারা বিত্তজন,
মানবতার করলে সেবা
শান্ত হবে চিত্ত-মন।

মা
আহাদ আলী মোল্লা

মা কে জানো, এই দুনিয়ায় সবচে’ বড় আসন যার
সাত সাগরের রতœ মানিক মধুর মধুর শাসন যার
মুখে ফুলের হাসি, বুকে অসীম মায়া ধারণ যার
মায়ার বাঁধন দিয়ে গড়া আদেশ নিষেধ বারণ যার।

মা কে জানো, এই দুনিয়ায় সবচে’ দিলে রহম যার
নেই কোনো পাপপঙ্কিলতা তিল পরিমাণ অহম যার
ভালোবাসা খাস মমতার নেই তো বুকে অভাব যার
মহান মহৎ কলঙ্কহীন তারার মতো স্বভাব যার।

মা কে জানো, এই দুনিয়ায় সওয়াব লেখা বদন যার
মনের ভেতর বিরাট বিশাল শান্তি সুখের সদন যার
এই উপহার খোদার দেয়া হৃদয় খুবই নরম যার
সব মানুষের ঊর্ধ্বে যিনি স্নেহের পরশ পরম যার।

তিনিই হলেন মা;
যে ভুলে যায় মাকে সে আর মানুষ থাকে না।

বর্ষবরণ
আব্দুস সালাম

কালের গর্ভে কাল হারিয়ে
উঠবে নতুন ভোর
নতুন আলোয় টুটবে আঁধার
খুলবে নতুন দোর।

মন থেকে সব ফেলব মুছে
যা রয়েছে কালি
অতীত থেকে রাখব তুলে
শুক্লা চাঁদের ফালি।

স্বপ্ন বুকে আঁকব সবাই
নতুন বছর ঘিরে
সবাই মিলে গড়ব এ দেশ
ভাসব না কেউ নীরে।

শুধরে নেব ভুলগুলো সব
হোক নিরাপদ শরণ
আশার ডালি সঙ্গে নিয়ে
করব বর্ষবরণ।

নতুন বছর
প্রজীৎ ঘোষ

এলো আবার নতুন বছর
এলো নতুন দিন;
নতুন করে মনের মাঝে
বাজল খুশির বীণ।

অতীতের সব দুঃখ ব্যথা
আমরা যাবো ভুলে;
কাঁটা নয় গো ঘর সাজাব
হলুদ গাঁদা ফুলে।

আমরা শিশু ফুলের মতোই
পবিত্র এই মন;
হাসব খেলব নাচব গাইব
যাবো সুন্দরবন।

নতুন দিনের ডাক এসেছে
চল না ছুটে চল;
গাছে গাছে নতুন পাতা
করছে কোলাহল।

এই পৃথিবীর রূপ
আবদুল কুদ্দুস ফরিদী


বন-অতসী মৌরি ফুলের গন্ধে মাতাল মন,
শিশির ভেজা ঘাসের ডগায় আলোর শিহরণ।
পুষ্প পরাগ রেণু মাখা সুবাস পরিমল,
মধুপায়ী পাখি দোলে নিথর বনতল।
নিবিড় ঘন বিজন বনে নীল ঘুঘুদের ডাক,
সন্ধ্যা দুপুর মাছরাঙ্গাদের করছে হতবাক।
শ্যামলিমা বন বনানী মন করে দেয় ভালো,
আঁধার রাতে বনের কোলে জোনাকিদের আলো।
ফুল ফাগুনে রঙের মেলায় সজীব হলো মন,
বয়ে গেলো পুলক জাগা মলয় সমীরণ।
সবুজ কাজল কারুকাজের এই পৃথিবীর রূপ,
প্রাণ দোলানো মন ভোলানো অরূপ অপরূপ।


বইয়ের পোকা
আব্দুস সামাদ আজিজ

ছোট্ট খোকা বইয়ের পোকা
বই পড়ে সে খুব
সুযোগ পেলেই অমনি মারে
জ্ঞান সাগরে ডুব।
কচি মনে স্বপ্ন জাগে
অনেক বড় হবে
সারাজীবন সুখ পাখিটার
সঙ্গী হয়ে রবে।


আরো সংবাদ



premium cement
প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ বর্তমান সরকার অন্যের দ্বারা নিয়ন্ত্রিত : কর্নেল অলি গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিয়ের এক সপ্তাহের মাথায় দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী গোবিন্দগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২ টানা ৮ দফা কমার পর আবার বাড়লো স্বর্ণের দাম সুন্দরবনে ২ কিলোমিটার জুড়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সকল