২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ভিন্ন স্বাদে ফল :রান্না বান্না

-

ফলের সালাদ
উপকরণ : কমলা ৬টা, আঙুর ২৫০ গ্রাম, মাল্টা ২টা, লেবুর রস এক কাপ, লেবুর খোসা (কুচি করা) এক চা চামচ, তরমুজ টুকরো করা এক বাটি, মধু ২ টেবিল চামচ, বিট লবণ স্বাদমতো।
প্রণালী : কমলা ও মাল্টা খোসা ছাড়িয়ে চাক চাক কেটে নিন। আঙুর ধুয়ে মাঝখান থেকে টুকরা করে নিন। তরমুজও খোসা ছাড়িয়ে পাতলা স্লাইস করে নিন। এবার বড় একটি প্লাটারে প্রথমে কমলাগুলো রাখুন। এর ওপর তরমুজ ও তার ওপর আঙুরের টুকরোগুলো এভাবে সাজিয়ে রাখুন। ছোট একটি বাটিতে প্রথমে লেবুর রস নিন। তাতে লেবুর খোসা কুচি, কমলার রস, মধু ও বিট লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিন। এবার সাজিয়ে রাখা ফলের ওপর এই সিরাপ ছড়িয়ে দিয়ে ফ্রিজে রেখে দিন ঘণ্টাখানেক। তারপর পরিবেশন করুন।

চিকেন-আঙুর সালাদ

উপকরণ : মুরগির টুকরা (হাড়ছাড়া) ৫০০ গ্রাম, চেরি টমেটো আধ কাপ, আঙুর ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি একটা, লবণ স্বাদমতো, মরিচ কুচি দু’টি, অলিভ অয়েল আধা কাপ, মাখন এক টেবিল চামচ, মেয়নেজ ১০০ গ্রাম, ফ্রেশ অলিভ ৪-৫টা, লেটুস, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ।
প্রণালী : চিকেন, ক্যাপসিকাম, লবণ, গোলমরিচ ও মাখন দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। একটি বাটিতে অলিভ অয়েল, লবণ, মরিচ ও মেয়নেজ এক সাথে মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। লেটুসপাতা কুচি করে কেটে নিন। এবার লেটুসপাতা, পেঁয়াজ রান্না করে রাখা চিকেন ও ক্যাপসিকামের সাথে মেশান। আঙুর কেটে এই মিশ্রণে দিন। অলিভ ও বানিয়ে রাখা সালাদ ড্রেসিং ঢেলে সব উপকরণ এক সাথে টস করে নিন। এই সালাদ যেকোনো রুটি বা নুডলসের সাথে খেতে পারেন।

স্ট্রবেরি উইথ ক্রিম

উপকরণ : তাজা স্ট্রবেরি (চার টুকরা করা) দুই কাপ, চিনি এক টেবিল চামচ, বাদাম কুচি আধা কাপ, টকদই পানি ঝরানো দুই কাপ, মধু দুই টেবিল চামচ, পুদিনাপাতা সাজানোর জন্য, ফেটানো ক্রিম আধা কাপ।
প্রণালী : ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে নিন। স্ট্রবেরির সাথে চিনি মিশিয়ে ওভেনে রাখুন ১০-১২ মিনিট। স্ট্রবেরি কিছুটা রোস্ট হলেই নামিয়ে নিন। ঠাণ্ডা হতে দিন। অন্য বাটিতে টকদই, ক্রিম ও মধু নিয়ে ভালোভাবে ফেটে নিন। একটি লম্বা গ্লাসে প্রথমে কিছুটা স্ট্রবেরি রাখুন জুসসহ। তার ওপর বাদাম দিন। তার ওপর দইয়ের মিশ্রণ দিন। এভাবে এক লেয়ার তৈরি হলে তার ওপর একইভাবে আরেক লেয়ার দিন সব উপকরণ দিয়ে। গ্লাস ভরে যাওয়া পর্যন্ত এভাবে দিতে থাকুন। বাদাম ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 


আরো সংবাদ



premium cement
বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া উইলিয়ামসনের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল?

সকল