১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


সৈয়দপুরে সাপ্লাইয়ের পানি ব্যবহার করে ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক

সৈয়দপুরে সাপ্লাইয়ের পানি ব্যবহার করে ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক - নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় পৌরসভার সাপ্লাই লাইনের পানি খেয়ে দুই সপ্তাহ ধরে প্রায় অর্ধশতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ৪ শিশুসহ ১০ জন রোগী বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসাতালে চিকিৎসাধিন রয়েছেন।
সরেজমিনে জানা গেছে, ওই এলাকার মিস্ত্রিপাড়া সেপটিক ট্যাংক মাঠে সৈয়দপুর পৌরসভা পানি সরবরাহের জন্য সম্প্রতি নতুন মর্টার স্থাপন করেছে। কিন্তু সাপ্লাই লাইনের ফাটলের কারণে পানিতে দুর্গন্ধ ও ময়লা দেখা দেয়। ওই পানি পান করে এলাকার প্রায় অর্ধশতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হন। শনিবার এক সাথে ওই এলাকার ৪ শিশুসহ ১০ জন ডায়রিয়া আক্রান্ত হলে খবরটি জানাজানি হয়। ডায়েরিয়া আক্রান্তদের সংখ্যা আরও বাড়তে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন।
রবিবার পর্যন্ত হাসপাতালে বাঁশবাড়ি এলাকার শাহজাদী (২২), জরিনা বেগম (৭০), শবনম (২৭), আলেয়া রহমান (৪০), নিঘাত সূলতানা (২২), ইয়ানা (২), আইয়ান (৫), সালমা বেগম (৫০), ও মোস্তাক হোসেন (৪০)। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন সাজু হাসান (১৮), রহিত (১৮), মারুফ (৮), রওশন আরা (৪৮)।

ডায়রিয়া আক্রান্ত সালমা বেগম জানান, পৌরসভার সাপ্লাইয়ের পানি জমা করলে ময়লা জমছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই পানি খেয়েই আমাদের এ অবস্থা হয়েছে। একই কথা জানান আক্রান্ত মোস্তাক হোসেন। তিনি বলেন, নতুন মর্টার বসানোর পর থেকেই এ অবস্থা দেখা দিয়েছে।
বাঁশবাড়ি এলাকার সরকার কবির উদ্দিন ইউনুস বলেন, পৌর কর্তৃপক্ষ যে জায়গায় মর্টার বসিয়েছে, সেই জায়গাটি এক সময় নর্দমা ছিল। এক মাস যাবৎ এ অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষের টনক নড়েনি।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: শামিমা আক্তার সোহাগী বলেন, পানিবাহিত জীবাণুর কারণে ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আবিদ হোসেন লাডডান বলেন, এলাকার অনেকে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, সরবরাহকৃত পানিতে সমস্যা থাকতে পারে। পাইপ লাইনের সংস্কার কাজ শুরু হয়েছে। দু’একদিনের মধ্যেই ওই এলাকার মানুষ সুপেয় পানি পাবেন।


আরো সংবাদ



premium cement
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল ইউক্রেন ‘শয়তানের নিঃশ্বাস‘ নামের যে ড্রাগ প্রতারণায় ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মার্কিন বিমানবাহিনীর সদস্য নিহত পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শুরু টঙ্গীতে ৩ তলার ছাদ থেকে পড়ে বিএনপি নেতার ছেলের মৃত্যু মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত জামিন পেলেন কেজরিওয়াল, তবে ভোটগণনার দিন থাকতে হবে জেলেই পরকীয়া প্রেমিক যুগলের গলায় জুতার মালা : চেয়ারম্যান বরখাস্ত সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা রংপুরে রেয়াত পদ্ধতি চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন নতুন কোচের সন্ধানে বিসিসিআই, তাহলে কি দ্রাবিড়ের বিদায়!

সকল