২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


সৈয়দপুরে সাপ্লাইয়ের পানি ব্যবহার করে ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক

সৈয়দপুরে সাপ্লাইয়ের পানি ব্যবহার করে ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক - নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় পৌরসভার সাপ্লাই লাইনের পানি খেয়ে দুই সপ্তাহ ধরে প্রায় অর্ধশতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। ৪ শিশুসহ ১০ জন রোগী বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসাতালে চিকিৎসাধিন রয়েছেন।
সরেজমিনে জানা গেছে, ওই এলাকার মিস্ত্রিপাড়া সেপটিক ট্যাংক মাঠে সৈয়দপুর পৌরসভা পানি সরবরাহের জন্য সম্প্রতি নতুন মর্টার স্থাপন করেছে। কিন্তু সাপ্লাই লাইনের ফাটলের কারণে পানিতে দুর্গন্ধ ও ময়লা দেখা দেয়। ওই পানি পান করে এলাকার প্রায় অর্ধশতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হন। শনিবার এক সাথে ওই এলাকার ৪ শিশুসহ ১০ জন ডায়রিয়া আক্রান্ত হলে খবরটি জানাজানি হয়। ডায়েরিয়া আক্রান্তদের সংখ্যা আরও বাড়তে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন।
রবিবার পর্যন্ত হাসপাতালে বাঁশবাড়ি এলাকার শাহজাদী (২২), জরিনা বেগম (৭০), শবনম (২৭), আলেয়া রহমান (৪০), নিঘাত সূলতানা (২২), ইয়ানা (২), আইয়ান (৫), সালমা বেগম (৫০), ও মোস্তাক হোসেন (৪০)। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন সাজু হাসান (১৮), রহিত (১৮), মারুফ (৮), রওশন আরা (৪৮)।

ডায়রিয়া আক্রান্ত সালমা বেগম জানান, পৌরসভার সাপ্লাইয়ের পানি জমা করলে ময়লা জমছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। ওই পানি খেয়েই আমাদের এ অবস্থা হয়েছে। একই কথা জানান আক্রান্ত মোস্তাক হোসেন। তিনি বলেন, নতুন মর্টার বসানোর পর থেকেই এ অবস্থা দেখা দিয়েছে।
বাঁশবাড়ি এলাকার সরকার কবির উদ্দিন ইউনুস বলেন, পৌর কর্তৃপক্ষ যে জায়গায় মর্টার বসিয়েছে, সেই জায়গাটি এক সময় নর্দমা ছিল। এক মাস যাবৎ এ অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষের টনক নড়েনি।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: শামিমা আক্তার সোহাগী বলেন, পানিবাহিত জীবাণুর কারণে ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আবিদ হোসেন লাডডান বলেন, এলাকার অনেকে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, সরবরাহকৃত পানিতে সমস্যা থাকতে পারে। পাইপ লাইনের সংস্কার কাজ শুরু হয়েছে। দু’একদিনের মধ্যেই ওই এলাকার মানুষ সুপেয় পানি পাবেন।


আরো সংবাদ



premium cement
ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ চাটমোহর পৌর ছাত্রলীগ সভাপতি পায়েল বহিষ্কার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ মঙ্গলবার ‘বাবে কাবা’ নামের উপহারের দামি কলমটি তোষাখানায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি লোকসভা ভোট : রেকর্ড করল কাশ্মীরের বারামুলা বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী

সকল