৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


আদালতের নির্দেশ অমান্য করে গাবতলীতে কৃষককের জমি দখল

-

বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া উজগ্রাম পাড়াবাইশা গ্রামের দিনমজুর কৃষক খলিলুর রহমানের জমিজমা প্রতিপক্ষরা জোরপূর্বক দখল করার ঘটনায় ইউএনও বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্র জানায়, উজগ্রাম পাড়াবাইশা গ্রামের মৃত তালেব আলীর পুত্র অসহায় খলিল প্রায় ১একর ৩৪শতক জমি ফিরে পেতে বাদী হয়ে ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও জমিজমা বিষয় নিয়ে আদালত বাদীর পক্ষে রায় প্রদান করেন। ফলে এ সকল মামলা (অভিযোগ) পরিচালনা করতে অসহায় খলিলের প্রায় ৬লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এরপরও বিবাদী এনামুল হক’সহ তাঁর লোকজন আদালতের আদেশ অমান্য করে খলিলের জমিজমা জোরপূর্বক ভোগ দখল করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ফলে অসহায় খলিল অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পরিবার পরিজন নিয়ে এখন বহুকষ্টে জীবন যাপন করছে।
অবশেষে খলিলুর রহমান বাদী হয়ে প্রতিপক্ষ এনামুল, মালেক, দেলোয়ার, শুকু, শহিদুল, মহিদুল, আঞ্জুয়ারা, সাহেরা, রতনা, কহিনুর, শাহনাজ, মনোয়ারা, ছালেহা, বায়েছ’কে অভিযুক্ত করে গত ৫ডিসেম্বর ১৭ইং গাবতলী ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের এর প্রায় ৯মাস অতিবাহিত হলে আজও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এর অনুলিপি প্রদান করা হয়েছে গাবতলী উপজেলা চেয়ারম্যান বরাবরে। এছাড়াও ১০/১৭নং অভিযোগ দক্ষিনপাড়া ইউপি চেয়ারম্যান বরাবরে দায়ের করা হয়।
এমনকি প্রতিপক্ষরা এখনো অসহায় খলিলের পরিবারকে নানা ভাবে হুমকি-ধামকি ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ফলে খলিলের পরিবার নিরাপত্তা হীনতায় ভূগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গাবতলী ইউএনও মোঃ মনিরুজ্জামান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দক্ষিনপাড়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল জানান, পাড়াবাইশা গ্রামের কৃষক খলিলুর ও এনামুলের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বিষয়টি বহু বার সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কৃষক খলিলুর রহমান জানান, আদালত আমার পক্ষে রায় প্রদান করলেও প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় আদালতের আদেশ অমান্য করে আমার জমিজমা জোরপূর্বক ভোগ দখল করছে। ফলে আমি ন্যয় বিচার চেয়ে ইউএনও বরাবরে অভিযোগ দায়ের করেছি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশের দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের পেকুয়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ২ প্রার্থী নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৮৫ দিন : শিক্ষামন্ত্রী মঙ্গলবার ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাড়ল জ্বালানি তেলের দাম, কার্যকর বুধবার বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী ‘ইসলামী সমাজ বিপ্লব ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়’ ইসরাইলে জার্মানির অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিতে আইসিজের অস্বীকৃতি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহরাস্তি উপজেলা আ’লীগ সভাপতি গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার?

সকল